মরণব্যাধি করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ভারতফেরত এক কিশোর মৃত্যু হয়েছে। ১৭ বছর বয়সী সাকিব উদ্দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাকিব চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। একই রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় করোনায় সংক্রমিত আবুল হোসেন (৭৫) নামের এক ব্যক্তির। দুজনের লাশ যথাযথ প্রক্রিয়া মেনে দাফনের জন্য আজ শুক্রবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সাকিব ভারতে গিয়েছিলেন ক্যান্সার ও ফুসফুসের সমস্যার চিকিৎসা করতে। ৯ই মে তারা যশোরের বেনাপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করেন। সেখানে অ্যান্টিজেন পরীক্ষায় সাকিব ও তার মায়ের করোনা শনাক্ত হয়। এরপর যশোর থেকে ওই তিনজনকে ১১ই মে রাতে চুয়াডাঙ্গায় পাঠানো হয়।
১২ই মে পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। তখন থেকে সাকিব ও তার মা-বাবা তিনজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
উল্লেখ্য, দর্শনা বন্দর হয়ে ১৭ই মে থেকে ভারত থেকে মোট ৪০০ জন বাংলাদেশে ফিরেছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















