০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

মশায় অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসি

মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ক্যানাল পাড় এলাকার জনজীবন। এ যেন এক মশার রাজ্য। গরমের শুরুতেই ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে মশার বিস্তার। মশার কামড়ে শুধু রাতে নয় দিনের আলোতেও যেন নাজেহাল নগরবাসী মানুষ।তা ই মশার অত্যাচার থেকে রক্ষা পেতে প্রতিটি মুহুর্তে কয়েল জ্বালিয়ে রাখতে হয়।

অপরদিকে সন্ধ্যা হতে না হতেই মশার উপদ্রপ তীব্র আকার ধারন করে। মশা নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চোখে পড়ার মতো কার্যকরি কোনো পদক্ষেপ নেই।

এলাকার এক প্রবিন বলেন মশার যন্ত্রনা মশার উপদ্রপ এতোই বেড়েছে যে আমাদের দৈনন্দিন কাজ করাটাই যেন অসম্ভব হয়ে পড়েছে। কয়েল, স্প্রে, মশারি টানিয়ে যেন মশার কামড় থেকে পরিত্রাণ মিলছে না।

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের এলাকাবাসীর অভিযোগ যত্রতত্র ময়লা আবর্জনা বর্জ্য ও খাল নর্দমার দূষিত পানির কারণে দিনের পর দিন মশার উৎপাত যেন বেড়ে চলছে । এ বিষয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন সারাদিন মশার মাত্রা কিছুটা কম থাকলেও রাত হওয়ার সাথে সাথেই এর মাত্রা কয়েকগুণ বেড়ে যায়।

চিকিৎসকদের তথ্যমতে এই সময়ে মশার বংশ বিস্তার ঘটে। তাই এখন মশার বিস্তার বেশি। তাই এই সময়টায় বেশি সতর্ক থাকতে হবে এই সময় ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ও ডেঙ্গুর মতো রোগ আক্রমণ করতে পারে। এলাকাবাসির দাবি মশা নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করার ।

 

ট্যাগ :

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় ৪ সেপ্টেম্বর

মশায় অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসি

প্রকাশিত : ১২:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ক্যানাল পাড় এলাকার জনজীবন। এ যেন এক মশার রাজ্য। গরমের শুরুতেই ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে মশার বিস্তার। মশার কামড়ে শুধু রাতে নয় দিনের আলোতেও যেন নাজেহাল নগরবাসী মানুষ।তা ই মশার অত্যাচার থেকে রক্ষা পেতে প্রতিটি মুহুর্তে কয়েল জ্বালিয়ে রাখতে হয়।

অপরদিকে সন্ধ্যা হতে না হতেই মশার উপদ্রপ তীব্র আকার ধারন করে। মশা নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চোখে পড়ার মতো কার্যকরি কোনো পদক্ষেপ নেই।

এলাকার এক প্রবিন বলেন মশার যন্ত্রনা মশার উপদ্রপ এতোই বেড়েছে যে আমাদের দৈনন্দিন কাজ করাটাই যেন অসম্ভব হয়ে পড়েছে। কয়েল, স্প্রে, মশারি টানিয়ে যেন মশার কামড় থেকে পরিত্রাণ মিলছে না।

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের এলাকাবাসীর অভিযোগ যত্রতত্র ময়লা আবর্জনা বর্জ্য ও খাল নর্দমার দূষিত পানির কারণে দিনের পর দিন মশার উৎপাত যেন বেড়ে চলছে । এ বিষয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন সারাদিন মশার মাত্রা কিছুটা কম থাকলেও রাত হওয়ার সাথে সাথেই এর মাত্রা কয়েকগুণ বেড়ে যায়।

চিকিৎসকদের তথ্যমতে এই সময়ে মশার বংশ বিস্তার ঘটে। তাই এখন মশার বিস্তার বেশি। তাই এই সময়টায় বেশি সতর্ক থাকতে হবে এই সময় ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ও ডেঙ্গুর মতো রোগ আক্রমণ করতে পারে। এলাকাবাসির দাবি মশা নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করার ।