১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বিনা বিচারে ১৩৯ বন্দির বিচার শেষ করার নির্দেশ

সারা দেশের বিভিন্ন কারাগারে সাত বছরের বেশি সময় ধরে আটক থাকা ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময়ের মধ্যে বিচার শেষ না হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে ৭ বছরের বেশি সময় কারাগারে আটক থাকা আসামির একটি তালিকা উপস্থাপন করেন আইনজীবী কুমার দেবুল দে।

পরে আইনজীবী কুমার দেবুল দে বলেন, আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে ১৩৯ জন আসামির মামলা বিচারিক আদালতে আগামী ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। একই সঙ্গে এই আসামিদের বিচার শেষ করে এ সংক্রান্ত একটি অগ্রগতি প্রতিবেদন সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে দাখিল করতে বলা হয়েছে।

প্রতিবেদন অনুসারে দেশের বিভিন্ন কারাগারের মধ্যে ঢাকা বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ জেলায় ৮ জনসহ মোট ১৩৯ জন আসামি ৭ বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

বিনা বিচারে ১৩৯ বন্দির বিচার শেষ করার নির্দেশ

প্রকাশিত : ১১:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮

সারা দেশের বিভিন্ন কারাগারে সাত বছরের বেশি সময় ধরে আটক থাকা ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময়ের মধ্যে বিচার শেষ না হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে ৭ বছরের বেশি সময় কারাগারে আটক থাকা আসামির একটি তালিকা উপস্থাপন করেন আইনজীবী কুমার দেবুল দে।

পরে আইনজীবী কুমার দেবুল দে বলেন, আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে ১৩৯ জন আসামির মামলা বিচারিক আদালতে আগামী ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। একই সঙ্গে এই আসামিদের বিচার শেষ করে এ সংক্রান্ত একটি অগ্রগতি প্রতিবেদন সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে দাখিল করতে বলা হয়েছে।

প্রতিবেদন অনুসারে দেশের বিভিন্ন কারাগারের মধ্যে ঢাকা বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ জেলায় ৮ জনসহ মোট ১৩৯ জন আসামি ৭ বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন।