০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বিশ্ববিদ্যালয় খোলার দাবীতে ফের আন্দোলনে জাবি শিক্ষার্থীরা

স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার দাবীতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (২ জুন) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবু নাহিয়ানের সঞ্চালনায় মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ও প্রায় সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী করোনার টিকা নিয়েছেন। কিন্ত প্রশাসন এ তথ্য গোপন করেছেন। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানেন না। ইউজিসির সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে যে শর্ত দেয়া হয়েছে সে শর্ত মেনেই দ্রুত বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব। যেই অল্প সংখ্যক শিক্ষার্থী টিকা নিতে পারেন নি তাদের দ্রুততম সময়ের মধ্যে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকার আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুনের বক্তব্যে স্পষ্ট যে উন্নয়ন কার্যক্রমে অস্বচ্ছতা ঢাকতেই বিশ্ববিদ্যালয় খুলতে দেরি করা হচ্ছে।

ছাত্রফ্রণ্ট জাবি শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ৪৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে৷ যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বশরীরে পরীক্ষা নেয়ার দাবী জানিয়েছেন, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বলেছেন, নির্মাণ শেষ না হলে হল খুলে দেয়া সম্ভব নয়৷ সরকার এ ব্যাপারে দ্বৈতনীতি অবলম্বন করছে৷ তারা ভাবছেন উন্নয়ন ও শিক্ষা একসাথে চলতে পারে না৷ কিন্ত শিক্ষার পাশাপাশিই উন্নয়ন কাজ চালাতে হবে।’

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান বলেন, ‘ ‘আমরা ভালো নেই, মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছি৷ করোনাকালীন সময়ে শিক্ষকরা যেখানে কোয়ার্টারে থাকতে পারছেন, সেখানে শিক্ষার্থীরা কেন হলে থাকতে পারবে না? আমাদের দাবী মেনে না নিলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে৷ উদ্ভুত পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

“বৈচিত্র্যের মাঝে ঐক্যই বাংলাদেশের শক্তি” :উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বিশ্ববিদ্যালয় খোলার দাবীতে ফের আন্দোলনে জাবি শিক্ষার্থীরা

প্রকাশিত : ০৫:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার দাবীতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (২ জুন) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবু নাহিয়ানের সঞ্চালনায় মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ও প্রায় সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী করোনার টিকা নিয়েছেন। কিন্ত প্রশাসন এ তথ্য গোপন করেছেন। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানেন না। ইউজিসির সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে যে শর্ত দেয়া হয়েছে সে শর্ত মেনেই দ্রুত বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব। যেই অল্প সংখ্যক শিক্ষার্থী টিকা নিতে পারেন নি তাদের দ্রুততম সময়ের মধ্যে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকার আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুনের বক্তব্যে স্পষ্ট যে উন্নয়ন কার্যক্রমে অস্বচ্ছতা ঢাকতেই বিশ্ববিদ্যালয় খুলতে দেরি করা হচ্ছে।

ছাত্রফ্রণ্ট জাবি শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ৪৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে৷ যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বশরীরে পরীক্ষা নেয়ার দাবী জানিয়েছেন, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বলেছেন, নির্মাণ শেষ না হলে হল খুলে দেয়া সম্ভব নয়৷ সরকার এ ব্যাপারে দ্বৈতনীতি অবলম্বন করছে৷ তারা ভাবছেন উন্নয়ন ও শিক্ষা একসাথে চলতে পারে না৷ কিন্ত শিক্ষার পাশাপাশিই উন্নয়ন কাজ চালাতে হবে।’

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান বলেন, ‘ ‘আমরা ভালো নেই, মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছি৷ করোনাকালীন সময়ে শিক্ষকরা যেখানে কোয়ার্টারে থাকতে পারছেন, সেখানে শিক্ষার্থীরা কেন হলে থাকতে পারবে না? আমাদের দাবী মেনে না নিলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে৷ উদ্ভুত পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর