ল্যাবে রোগ নির্ণয়ের জন্য মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রোগ নির্ণয়ের জন্য রাসায়নিক উপাদান) ব্যবহার এবং ফার্মেসিতে ওষুধ প্রশাসনের অনুমোদনহীন ওষুধ রাখায় অ্যাপোলো হাসপাতাল ও ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাপোলো হাসপাতাল ও ফার্মেসিতে স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন ও র্যাব যৌথ অভিযান চালায়। সেখানে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং ফার্মেসিতে ওষুধ প্রশাসনের অনুমোদনহীন ওষুধ রাখায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।




















