মানিকগঞ্জে নতুন করে আরো সাতজন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় জেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত সাত দিনে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২ হাজার ৩ শত ৬৯ জনে।
সোমবার (৭ জুন) দুপুরে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পহেলা জুন থেকে ৫ জুন পর্যন্ত মোট ২৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ২৪ জনের করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের নয়জন, দৌলতপুরের একজন, হরিরামপুরের তিনজন, সাটুরিয়ার পাঁচজন, ঘিওরের একজন, শিবালয়ের তিনজন ও সিংগাইরের দুইজন। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, মানিকগঞ্জে প্রায় প্রতিদিনই ৪/৫ জন করে করোনায় আক্রান্ত হচ্ছে। ভ্যাকসিন নেওয়ার পরও সবাইকে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার ও সামজিক দূরুত্ব নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘স্বাস্থ্য রক্ষায় মাস্কের কোনো বিকল্প নেই। বরাবরই আমরা মাস্ক পরার বিষয়ে জনগণকে সচেতন করে যাচ্ছি। এ ব্যাপারে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি-বেসরকারি অফিসগুলোতে ‘নো মাস্ক নো সার্ভিস’ চালু করা হয়েছে। অর্থাৎ অফিসগুলোতে মাস্ক ছাড়া কাউকে সেবা দেয়া হবে না।’
জেলায় এ পর্যন্ত ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ২ হাজার ২ শত ৫৪ জন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















