দক্ষিণ আফ্রিকার এক পুলিশ স্টেশনে কয়েকজন বন্দুকধারী হামলা পাঁচ পুলিশ ও এক সেনা নিহত হয়েছেন। হামলা পর থানার অস্ত্র ও গাড়ি লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বুধবার জোহানসবার্গের নককব শহরে এই ঘটনা ঘটে।
জোহানসবার্গ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার বিষ্ণু নাইডু বলেন, ভোরের দিতে বন্দুকধারীরা অস্ত্র চুরির উদ্দেশ্যে পুলিশ স্টেশনে প্রবেশ করে। চুরির সময় পুলিশের উপস্থিতি টের পেলে তারা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়। তাদের সঙ্গে এক সেনা নিহত হয়। ওই সেনা সদস্য কর্তব্যরত ছিলেন না। হামলাকারীরা একজন প্রত্যক্ষদর্শীর ওপর গুলি চালিয়েছে।
দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডকে ন্যাশনাল ট্রাজেডির সঙ্গে তুলনা করে বিবৃতি দিয়েছেন। সূত্র: রয়টার্স
























