কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ ইং শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষা শুরু হচ্ছে আগামী কাল থেকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। যেকোনো ধরণের জালিয়াতি ও অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রশাসনের উদ্যোগে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এবং সাদা পোশাকে নিরাপত্তা সদস্যসহ নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
গত বছরে ১৭ ও ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উক্ত বছরের ৬ নভেম্বর অনিবার্যবশত কারণ দেখিয়ে স্থগিত করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।এরপর ২ ডিসেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য ড. মো: আলী আশরাফ এর মেয়াদ শেষ হলে প্রায় দুই মাস উপাচার্য শূন্যতায় ভর্তি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছিল নানা অনিশ্চয়তা।
এ বছরের ৩১ জানুয়ারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য ড.এমরান কবির চৌধুরী যোগদানের ১ম কার্যদিবসেই অনিশ্চয়তাকে দূরে ঠেলে দিয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা করে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেন।
গত ১৯ ফেব্রুয়ারি ড.এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্র ও কেন্দ্রের বাহিরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্য বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যানজট বিবেচনা করে এক দিন আগেই সকল পরীক্ষার্থীকে কুমিল্লায় অবস্থান করার পরামর্শ দেয়া যাচ্ছে।পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই স্ব স্ব কেন্দ্রে প্রবেশ করতে হবে, বিলম্বে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। নিরাপত্তার স্বার্থে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও কান খোলা রাখতে হবে।
পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন, মানিব্যাগ, সানগ্লাস, সিম/ক্রেডিট কার্ড বা কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে তালিকাভুক্ত সংশ্লিষ্ট বিশেষ দায়িত্বরত ব্যক্তি ব্যতিত অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের মূল ফটক থেকে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তল্লাশি করা হবে।
প্রশ্ন ফাঁস সহ যেকোন ধরণের জালিয়াতি রোঁধের ব্যাপারে জানতে চাইলে, পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা কোন জালিয়াতি হয়নি এবারও হবেনা। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি।


























