গত অর্থবছরে (২০১৬-১৭) দেশে মাছের মোট উৎপাদন ছিল ৪১ লাখ ৩৪ হাজার মেট্রিক টন।
যার মধ্যে ১২ শতাংশই ইলিশ। ‘জাটকা ধরে করবো না শেষ, বাঁঁচবে জেলে হাসবে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরুর আগে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মাছের উৎপাদনের তথ্য তুলে ধরেন। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলবে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৮।

বৃহস্পতিবার মৎস্য ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, নভেম্বর থেকে জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটার এর নিচে জাটকা আহরণ নিষিদ্ধ। এই সময়ে জেলেদের খাদ্য সহায়তা দেওয়ায় বিগত নয় বছরে ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়েছে।






















