অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবে জয়েস পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। সোমবার তিনি একইসঙ্গে দলীয় প্রধান ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। শুক্রবার নিজের নির্বাচনী এলাকায় আর্মিডিলে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।
চলতি মাসের প্রথম দিকে খবর বের হয়, ন্যাশশনাল পার্টির নেতা জয়েস তার সাবেক প্রেস সচিব ভিকি ক্যাম্পিয়নের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন এবং তাদের সন্তান হতে চলেছে। অথচ জয়েস একজন ক্যাথলিক খ্রিস্টান এবং ‘পারিবারিক মূল্যবোধ’ এর পক্ষে প্রচার চালান। তার ২৪ বছরের সংসার জীবনে চারটি কন্যা সন্তানও আছে। পরকীয়ার কারণে গত ডিসেম্বরে জয়েসের সংসার ভাঙ্গে। বিষয়টি প্রকাশ হওয়ার পর জয়েসের ওপর পদত্যাগের চাপ আসতে শুরু করে।
শুক্রবার জয়েস বলেছেন, ‘সোমবার দলের কার্যালয়ে আমি ন্যাশনাল পার্টি ও অস্ট্রেলিয়ার উপনেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব।’
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও জয়েস পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন। এর ফলে জয়েসের দলের সঙ্গে জোট বেধে এক আসনের ব্যবধানে পাওয়া পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা বহাল থাকবে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের দলের।























