রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
সোমবার (২৮ জুন) দুপুরে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘ভবনটি সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপযোগী। রিপেয়ারিং করেও ব্যবহার করা যাবে না। কারণ ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটেছে। এর ওপরে আরও দুটি ফ্লোর রয়েছে। এটি বর্তমানে ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় এটি ভেঙে পড়ে যেতে পারে।’
সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত এই ভবনটির ভেতরে যাতে কেউ প্রবেশ না করেন। পরবর্তীতে কোনো ধরনের বিপদের সম্মুখীন যাতে কেউ না হয়।’
কোনো গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো হবে।’
তিনি জানান, এই বিস্ফোরণের কারণে আশপাশের যত ভবন ছিলো, সেগুলোর কাচ ভেঙে পড়া বা দেয়ালে আঘাতের আলামত পাওয়া গেছে। ভবনের মালিককে বিষয়টি জানানো হবে। এটি ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।