কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা পাড়া গ্রামের অলি উল্লাহ ও মাজিয়া আক্তার দম্পতির ছেলে তুহিন মিয়া(৩ বছর ৫ মাস) পানিতে ডুবে মারা গিয়েছে।
দুপুর অনুমান ১.০০ ঘটিকা হইতে তুহিনের মা তুহিনকে না পেয়ে খুজাখুজি করতে থাকে। অনেক সময় খোজাখুজির পর দুপুর অনুমান ২.০০ ঘটিকায় ফুলেশ্বরী নদীর কাওয়াকালি খালে পানির উপর তুহিনের মরদেহ ভেসে উঠে।
স্থানীয় সূত্রে খবর পেয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদীন এর নির্দেশে এস আই সুকান্ত সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৩.০০ ঘটিকায় ঘটনা স্থলে যায়।
এই বিষয়ে তাড়াইল থানায় মুঠোফোনে যোগাযোগ করলে তাড়াইল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার






















