“স্যার আপনাদের পায়ে ধরি পরীক্ষার বিষয়ে কিছু বলেন”, এভাবেই আকুল আবেদন জানিয়েছেন একজন শিক্ষার্থী। লকডাউন ও শাটডাউনের ফলে স্থগিত হয়ে যাওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা গুলো দ্রুত অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত চায় শিক্ষার্থীরা।
কমিটি গঠন করার ১০ দিন সময় পেরিয়ে গেলেও এখনো কোন তথ্য নিশ্চিত করতে পারেনি
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে তারা পরীক্ষার বিষয়ে তাদের দাবি তুলেছে।
শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দ্রুত চাওয়ার বিষয়ে অনলাইন পরীক্ষা গ্রহণে পরামর্শ বিষয়ক কারিগরি কমিটির সভাপতি ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের কাছে জানতে চাইলে তিনি বলেন, অনলাইন পরীক্ষা গ্রহণের জন্য গঠিত কারিগরি কমিটির প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। আমরা ইতিমধ্যে ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে বিভিন্ন প্রাইভেট ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি।
তিনি আরো বলেন, এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত শেষেই অনলাইন পরীক্ষা গ্রহণ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। আমরা আশাবাদী আমরা অনলাইনে পরীক্ষা শুরু করতে পারব।
জসিম আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষা না হলে আর কত বসে থাকবো? পরীক্ষাটা হওয়া দরকার। বাবা মা তো আশা করে বসে আছে যে কবে পরীক্ষা শেষ হবে, কবে চাকরি করবো। সবাই তো আমরা কোটিপতির ছেলে না”।
উল্লেখ্য যে, চলমান পরীক্ষাসমূহ স্থগিত করে গত ২৫ শে জুন সমস্ত প্রকার পরীক্ষা কার্যক্রম স্থগিত করে প্রশাসন। এরপর গত ৩০ শে জুন একটি কমিটি গঠন করা হয় “অনলাইন পরীক্ষা গ্রহণে পরামর্শ বিষয়ক কারিগরি কমিটি”। সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস কে সভাপতি করে ৯ সদস্যের এই কারিগরি কমিটি গঠন করা হয়।


























