১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে বাস-লরির সংঘর্ষে নিহত ৯

নারায়ণগঞ্জে বাস ও লরির সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত ২৫জন আহত হয়েছেন। উপজেলার চিবরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মুরগা পাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এতে আহত হয় কমপক্ষে ২৫ জন। তাদের মধ্যে ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পাঁচজনের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, লরির ধাক্কায় বাসটি উল্টে যায়। আর এতেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজনের মরদেহ আছে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। আহতদের মধ্যে ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সময় সেখানে পৌঁছানোর আগেই তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও এক নারীর মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি যাত্রাবাড়ী থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে মুরগা পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়।

ট্যাগ :
জনপ্রিয়

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

নারায়ণগঞ্জে বাস-লরির সংঘর্ষে নিহত ৯

প্রকাশিত : ০৩:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

নারায়ণগঞ্জে বাস ও লরির সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত ২৫জন আহত হয়েছেন। উপজেলার চিবরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মুরগা পাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এতে আহত হয় কমপক্ষে ২৫ জন। তাদের মধ্যে ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পাঁচজনের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, লরির ধাক্কায় বাসটি উল্টে যায়। আর এতেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজনের মরদেহ আছে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। আহতদের মধ্যে ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সময় সেখানে পৌঁছানোর আগেই তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন আরও এক নারীর মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি যাত্রাবাড়ী থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে মুরগা পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়।