সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
কোটা ব্যবস্হা সংস্কার চেয়ে সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী মানবন্ধনে অংশগ্রহণ করেছে।
মানববন্ধনে শতকরা ৫৬ ভাগ থেকে ১০ভাগে নিয়ে আসা,কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা ভিত্তিতে নিয়োগ দেয়া,চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একের অধিক ব্যবহার বন্ধ করা,কোটায় কোনো বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ করা, চাকরি পরীক্ষায় সবার জন্য অভিন্ন নম্বর কর্তন ও বয়সসীমা রাখাসহ কোটা সংস্কারের পক্ষে পাঁচ দফা দাবি জানান।
কোটা সংস্কারের পক্ষে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, কোটার কারণে মেধাবী নয় বরং অমেধাবীরা যুগে যুগে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাচ্ছে যা দেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে অন্তরায়।
মানবন্ধনে সাধারণ শিক্ষার্থী ব্যানারে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম (হানিফ),মেহেদি হাসানসহ আরো অনেকে।


























