০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি আরও ৭৫ ডেঙ্গু রোগী

করোনা পরিস্থিতির মধ্যে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের ৭৪ জনই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪০৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৯৮ জন এবং অন্যান্য বিভাগে মোট ৫ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর মোট এক হাজার ২৮২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭৭ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং ১৯ জুলাই পর্যন্ত এক হাজার ২৮১ জন রোগী হাসাপাতালে ভর্তি হন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হাসপাতালে ভর্তি আরও ৭৫ ডেঙ্গু রোগী

প্রকাশিত : ০৭:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১

করোনা পরিস্থিতির মধ্যে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের ৭৪ জনই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪০৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৯৮ জন এবং অন্যান্য বিভাগে মোট ৫ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর মোট এক হাজার ২৮২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭৭ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং ১৯ জুলাই পর্যন্ত এক হাজার ২৮১ জন রোগী হাসাপাতালে ভর্তি হন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ