মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাত জন ও উপসর্গে নয় জন মারা গেছেন। ৪২৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১২৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘নতুন শনাক্তের ১২৪ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৫৩ জন, সিংগাইরে ৩২ জন, হরিরামপুরে ৮ জন, ঘিওরে ১৫ জন, দৌলতপুরে ৪ জন, শিবালয়ে ১০ জন ও সাটুরিয়ায় ২ জন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪০২ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাত জন ও উপসর্গে নয় জন মারা গেছেন।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ























