জবি করোনার টিকা রেজিস্ট্রেশন করতে বিপাকে পড়েছে জবির কয়েক হাজার শিক্ষার্থী। এনআইডি কার্ড না থাকা এবং নতুন করে এনআইডি কার্ড পাওয়ার পরেও করোনার টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করতে পারছে না শিক্ষার্থীরা। জানা যায়,শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধনের তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে শিক্ষার্থীরা ভ্যাকসিনের জন্য জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং বিশ্ববিদ্যালয়ের আইডি নাম্বার, ডিপার্টমেন্টের তথ্য দিয়ে প্রাথমিক নিবন্ধন করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থীই জাতীয় পরিচয়পত্র না থাকায় তথ্য দিতে পারে নি। পরবর্তীতে ১৩ জুলাই এক বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের করোনার টিকা প্রাপ্তির লক্ষ্যে দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র করার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিবৃতিতে বলা হয় শিক্ষার্থীরা যেন দ্রুত সময়ের মধ্যে এনআইডি পেতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীরা এনআইডি হাতে পেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে টিকা প্রাপ্তির জন্য পুনরায় তথ্য নেওয়া হচ্ছেনা। শিক্ষার্থীদের অভিযোগ স্বাস্থ্য মন্ত্রনালয় টিকা গ্রহনের বয়স প্রথমে ১৮ বছর করলেও পরবর্তীতে এ সিদ্ধান্ত বাতিল করে টিকা নেওয়ার বয়স ২৫ বহাল রেখেছেন। এতে করে বিপাকে পড়েছেন ২৫ বৎসর বয়সের নিম্নে নতুন করে এনআইডি পাওয়া শিক্ষার্থীরা। তাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে এনআইডি হাতে পাওয়া শিক্ষার্থীদের তথ্য স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠিয়ে তাদের টিকা প্রাপ্তির বিষয়টি যেন সুনিশ্চিত করেন। এ বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী আতিয়া ফাইরুজ ঐশি বলেন, আমার আগে এন আই ডি ছিলো না। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আবেদন করে এন আইডি পেলেও ২৫ বছর বয়স না হওয়াতে এখন টিকার জন্য আবেদন করতে পারছি না।এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে রেজিস্ট্রেশন করলে টিকা নিতে পারবো। বাংলা বিভাগের শিক্ষার্থী ইমাম হোসেন বলেন, এনআইডি কার্ড না থাকায় বিশ্ববিদ্যালয়ের বিবৃতি অনুয়ায়ী আগে রেজিস্ট্রেশন করতে পারিনি কিন্তু এনআইডি কার্ড পাওয়ার পরেও বয়স ২৫ না হওয়াতে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারছি না। আমরা যারা নতুন এনআইডি কার্ড পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় তাদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠালে আমরা টিকা নিতে পারবো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, মোস্তফা কামাল বলেন, কয়েকদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে আবার তালিকা নেওয়া হবে। এতে যারা নতুন করে এনআইডি পেয়েছে তারা এবং পূর্বে যারা বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন করেনি তারাও আবেদন করতে পারবে।
০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
টিকা রেজিস্ট্রেশন বিড়াম্বনায় জবি শিক্ষার্থীরা
-
পারভেজ হাসান, জবি প্রতিনিধি - প্রকাশিত : ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- 75
ট্যাগ :
জনপ্রিয়


























