বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর ৪৬তম শাহাদাত বার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) মাসব্যাপী কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে। এর ধারাবাহিকতায় নোবিপ্রবিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের উপস্থিতিতে
বৃক্ষরাপণ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে ০৯ আগস্ট ২০২১ ( সোমবার) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর মূর্যালর পাশ বৃক্ষরাপণ করা হয়। এসময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম তিনটি গাছের চারা রাপন করন। এ সময় আরোও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর , ইনস্টিটিউট অব ইনফরমশন সায়ন্সস-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. ফিরাজ আহমদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হাসান, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ) প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।


























