০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

আজ জিমিকে আদালতে হাজির করা হবে

মাদক মামলায় তিন দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আদালতে হাজির করা হবে। আজ বুধবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খলিলুর রহমান।

গত ৭ আগস্ট (শনিবার) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত শুনানি শেষে তাকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৬ আগস্ট রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বনানী থেকে তাকে আটক করেন। এরপর বনানী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধেও মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ৮। জিমি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমণির বাসায় গত ৪ আগস্ট র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে র‌্যাব বিপুল পরিমাণ মাদক জব্দ করার পাশাপাশি পরীমণি ও তার সহযোগীকে আটক করে। পরদিন ৫ আগস্ট পরীমণির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে র‍্যাব। একই দিন তাকে আদালতে পাঠিয়ে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলাটি প্রথমে ডিবিতে, পরে পুলিশ সদর দফতরের নির্দেশে সিআইডিতে হস্তান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

আজ জিমিকে আদালতে হাজির করা হবে

প্রকাশিত : ১২:০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

মাদক মামলায় তিন দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আদালতে হাজির করা হবে। আজ বুধবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খলিলুর রহমান।

গত ৭ আগস্ট (শনিবার) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত শুনানি শেষে তাকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৬ আগস্ট রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বনানী থেকে তাকে আটক করেন। এরপর বনানী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধেও মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ৮। জিমি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমণির বাসায় গত ৪ আগস্ট র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে র‌্যাব বিপুল পরিমাণ মাদক জব্দ করার পাশাপাশি পরীমণি ও তার সহযোগীকে আটক করে। পরদিন ৫ আগস্ট পরীমণির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে র‍্যাব। একই দিন তাকে আদালতে পাঠিয়ে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলাটি প্রথমে ডিবিতে, পরে পুলিশ সদর দফতরের নির্দেশে সিআইডিতে হস্তান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার