ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে হত্যার দায়ে ৩৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রধান আসামি ও বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ ১৬ জন খালাস পেয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এই রায় ঘোষণা করেন।
এর আগে বিচারক ১৩ ফেব্রুয়ারি রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকার অধুনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে হত্যা করা হয় একরামুল হক একরামকে।
এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী মডেল থানায় ৫৬ জনকে আসামি করে মামলাটি করেন।
আসামিদের মধ্যে ৪৫ জন গ্রেফতার হন। তাদের মধ্যে ১০ জন জামিন পাওয়ার পলাতক হন। বর্তমানে ৩৫ জন কারাগারে। বাকি ১১ আসামি এখনো পুরোপুরি অধরা।
আদালত সূত্রে জানা যায়, মামলার ৫২ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। এরপর সাফাই সাক্ষ্য, উভয় পক্ষে যুক্তিতর্ক শেষে মামলার রায়ের দিন ধার্য ছিল আজ।

























