০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নোবিপ্রবিতে জাতীয় শোকদিবসে আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২১
আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

১৮ আগস্ট ( বুধবার) রাতে বিতর্ক সংগঠনটির ফেসবুক পেজে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সিএসটিই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন হাসান, দ্বিতীয় হয়েছেন ইএসডিএম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম রানা এবং তৃতীয় হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু জোবায়ের নাঈম।

আয়োজকরা জানান, কুইজ প্রতিযোগিতাটি ১৫ আগস্ট রাতে অনলাইনে হয়। এতে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের প্রথমবর্ষ থেকে শেষ বর্ষের ৭০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজয়ীদের পুরস্কার হিসেবে বই দেওয়া হবে।

সংগঠনটির সভাপতি সৈয়দ মুমতাহিন মান্নান সিয়াম বলেন, কুইজ প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীরা যেন বাংলার স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতাউত্তর শিশু বাংলাদেশ পরিচালনার কঠিন চ্যালেঞ্জ ও বঙ্গবন্ধুর অবদানের ইতিহাস জানতে পারেন, সেরকম একটি উপলক্ষ সৃষ্টি করা। আমরা চেষ্টা করেছি এমন কিছু প্রশ্ন দিয়ে প্রতিযোগিতাটি সজ্জিত করতে, যেগুলো হয়তো খুব বেশি চর্চা করা হয় না।

এসময়ে তিনি আরো বলেন, ” আমাদের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ থেকে শেষ বর্ষের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে, আজকের নবীন প্রজন্ম ইতিহাস জানতে চায়। এই সঠিক ইতিহাস চর্চা ও সাধারণ শিক্ষার্থীদের এর সাথে সম্পৃক্তকরণের লক্ষ্যে ভবিষ্যতে আমরা আরও নতুন কিছু আয়োজন নিয়ে আসার পরিকল্পনা করছি।”

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

নোবিপ্রবিতে জাতীয় শোকদিবসে আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষনা

প্রকাশিত : ০৮:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২১
আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

১৮ আগস্ট ( বুধবার) রাতে বিতর্ক সংগঠনটির ফেসবুক পেজে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সিএসটিই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন হাসান, দ্বিতীয় হয়েছেন ইএসডিএম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম রানা এবং তৃতীয় হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু জোবায়ের নাঈম।

আয়োজকরা জানান, কুইজ প্রতিযোগিতাটি ১৫ আগস্ট রাতে অনলাইনে হয়। এতে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের প্রথমবর্ষ থেকে শেষ বর্ষের ৭০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজয়ীদের পুরস্কার হিসেবে বই দেওয়া হবে।

সংগঠনটির সভাপতি সৈয়দ মুমতাহিন মান্নান সিয়াম বলেন, কুইজ প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীরা যেন বাংলার স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতাউত্তর শিশু বাংলাদেশ পরিচালনার কঠিন চ্যালেঞ্জ ও বঙ্গবন্ধুর অবদানের ইতিহাস জানতে পারেন, সেরকম একটি উপলক্ষ সৃষ্টি করা। আমরা চেষ্টা করেছি এমন কিছু প্রশ্ন দিয়ে প্রতিযোগিতাটি সজ্জিত করতে, যেগুলো হয়তো খুব বেশি চর্চা করা হয় না।

এসময়ে তিনি আরো বলেন, ” আমাদের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ থেকে শেষ বর্ষের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে, আজকের নবীন প্রজন্ম ইতিহাস জানতে চায়। এই সঠিক ইতিহাস চর্চা ও সাধারণ শিক্ষার্থীদের এর সাথে সম্পৃক্তকরণের লক্ষ্যে ভবিষ্যতে আমরা আরও নতুন কিছু আয়োজন নিয়ে আসার পরিকল্পনা করছি।”

বিজনেস বাংলাদেশ/ এ আর