ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১১ জনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ৪ জন করোনা শনাক্ত ও ৭ জনের উপসর্গ ছিল। তাদের মধ্যে ২ মাসের কন্যা শিশু ছাড়াও আরও ৮ জন নারী ও ২ জন পুরুষের মৃত্যু হয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন সোমবার দুপুরে আজকের বিজনেস বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে করোনা ইউনিটে ১৯৭ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ১৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।
এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন রোগী। এ সময়ের মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে ৬৩ জন সেবা নিয়েছেন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৭ জন।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ৭৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ২০ হাজার ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















