১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নতুন চাকরিজীবীরাও পূর্ণাঙ্গ উৎসব ভাতা পাবেন

নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের উৎসব ভাতা প্রদানের বিষয়ে নতুন নিয়ম করেছে সরকার। এ নিয়ম অনুযায়ী, চাকরিতে নতুন যোগ দেওয়ার পরপরই কোনো উৎসব থাকলে এখন থেকে সরকারি চাকরিজীবীরা এক মাসের মূল বেতনের সমান উৎসব ভাতা পাবেন।

আগে চাকরির মেয়াদ এক বছর পূর্ণ না হলে এই ভাতা দেয়া হতো না কিংবা দেয়া হলেও সেটা হতো আংশিক।অর্থমন্ত্রণালয় সোমবার এ বিষয়ে এ প্রজ্ঞাপন জারি করেছে।

কর্মকর্তারা বলেছেন, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি আধা সরকারি, রাষ্ট্রীয় মালিকানাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নবনিযুক্ত কর্মচারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

অর্থবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ‘একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার আগের মাসে যত তারিখেই যোগদান করুক না কেন, যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন।’

এখন সরকারি চাকরিজীবীরা দুই ঈদে দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা পেয়ে থাকেন।

জনপ্রিয়

ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮

নতুন চাকরিজীবীরাও পূর্ণাঙ্গ উৎসব ভাতা পাবেন

প্রকাশিত : ১২:০০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের উৎসব ভাতা প্রদানের বিষয়ে নতুন নিয়ম করেছে সরকার। এ নিয়ম অনুযায়ী, চাকরিতে নতুন যোগ দেওয়ার পরপরই কোনো উৎসব থাকলে এখন থেকে সরকারি চাকরিজীবীরা এক মাসের মূল বেতনের সমান উৎসব ভাতা পাবেন।

আগে চাকরির মেয়াদ এক বছর পূর্ণ না হলে এই ভাতা দেয়া হতো না কিংবা দেয়া হলেও সেটা হতো আংশিক।অর্থমন্ত্রণালয় সোমবার এ বিষয়ে এ প্রজ্ঞাপন জারি করেছে।

কর্মকর্তারা বলেছেন, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি আধা সরকারি, রাষ্ট্রীয় মালিকানাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নবনিযুক্ত কর্মচারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

অর্থবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ‘একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার আগের মাসে যত তারিখেই যোগদান করুক না কেন, যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন।’

এখন সরকারি চাকরিজীবীরা দুই ঈদে দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা পেয়ে থাকেন।