প্রখ্যাত পদার্থবিদ ও মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বিরল ‘মোটর নিউরন’ রোগে আক্রান্ত ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার বিজ্ঞানীর পরিবার তাঁর মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছে। পৃথিবীর অস্তিত্ব ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন এই পদার্থ বিজ্ঞানী।
বিজ্ঞানীর সন্তান লুসি, রবার্ট, টিম বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। বিজ্ঞানী বাবার মৃত্যুতে তারা গভীর শোক জানিয়েছেন। স্টিফেন হকিংয়ের আবিষ্কার ও তার কীর্তির মাঝে বহুকাল তিনি পৃথিবীতে সবার কাছে বেঁচে থাকবেন বলে তারা জানান।
সূত্র: বিবিসি























