বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদী প্রতীকী ক্লাস নিয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২ টায় এই প্রতিবাদ ক্লাস শুরু হয়। তারপর পৌনে ১টায় বৃষ্টি শুরু হওয়ায় ক্লাস নতুন কলা অনুষদের করিডোরে স্থানান্তর করা হয়। ক্লাসে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অধ্যাপক রায়হান রাইন ‘উত্তর আধুনিকতা ও ফ্যাসিবাদ’ বিষয়ে ক্লাস নেন। ক্লাসের আলোচনায় তিনি বলেন, ফ্যাসিজমের একটা উপায় হলো সত্যকে আড়াল করা। ক্ষমতাই হলো সেখানে প্রধান বিবেচ্য বিষয়। সেখানে যৌক্তিকতার কোন স্থান থাকে না।
ইতিহাস বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী শাকিল ইসলাম জানান, অনকদিন পর ক্লাসের পরিবেশ পেয়েছি। স্বাস্থ্যবিধি মেনে সবাই ক্লাস করছে। আমাদের মধ্যে কোন ভয়-ভীতি কাজ করছে না। ক্লাসরুমে ক্লাস করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি। দ্রুতই যাতে বিশ্ববিদ্যালয় আবাসিক হল ও শিক্ষা কার্যক্রম খুলে দেয়ার দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, করোনা সংক্রমণের পর থেকে প্রায় ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একাধিক তারিখ দিয়েও পরে তা বাতিল করা হয়। সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে ঘোষিত কর্মসূচি হিসেবে এই উন্মুক্ত ক্লাস বিশ্ববিদ্যালয় খুলে দেয়া পর্যন্ত চলবে।


























