জাতির জনক ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিতে তারা ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক আহসান জোবায়ের, সহ-সভাপতি মহিউদ্দিন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক নাকিবুল আহসান নিশাদ, কার্যনির্বাহী সদস্য রায়হান আহমেদ ও ইমরান হুসাইন। এছাড়া সাংবাদিক সমিতির সাবেক আহবায়ক লতিফুল ইসলামসহ সমিতির বাকি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট অনলাইনে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।এরপর ১ সেপ্টেম্বর সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। সর্বমোট ৩৭টি ভোটারের মধ্যে ৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


























