১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

৮ মাসে ২৮ গবেষণায় সফল গণ বিশ্ববিদ্যালয়

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার সর্বোচ্চ মান বজায় রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে করোনার মধ্যে পাঠদানের পাশাপশি এবছরেই শুধুমাত্র ২৮ টি গবেষণায় সফলতা অর্জন করেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রকাশিত এই প্রবন্ধগুলোর একটি কপি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: জিয়াউল আহসান কর্তৃক অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুকে হস্তান্তর করেন।

প্রতিষ্ঠানটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আওতায় রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভাগটি লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র যেমন সার্ফেস কেমিস্ট্রি, ড্রাগ ফরমুলেশন, পরিবেশ, নতুন যৌগ সিন্থেসিস, সৌর কোষ, হেলথ ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স্, ন্যানো পার্টিকেল, রেডিয়েশন ফিজিক্স ইত্যাদি ক্ষেত্রে গবেষণার কাজে নিয়োজিত রয়েছে। এর ফলস্বরূপ, ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে মোট ২৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয় যার মধ্যে ২৫টি স্কোপাস ইনডেক্স জার্নাল।

বিভাগীয় প্রধান ড. মো: জিয়াউল আহসান বলেন, এই ধরনের গবেষণা কাজের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক জ্ঞানের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে গণ বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নতির পেছনে রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগ বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়।

প্রকাশিত প্রবন্ধগুলোর কপি হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, মেডিকেল ফিজিক্স এণ্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতেমা নাসরিনসহ রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছলিমপুরে গণসংযোগে আসলাম চৌধূরীর স্ত্রী-কন্যা: নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের অঙ্গীকার

৮ মাসে ২৮ গবেষণায় সফল গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৫:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার সর্বোচ্চ মান বজায় রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে করোনার মধ্যে পাঠদানের পাশাপশি এবছরেই শুধুমাত্র ২৮ টি গবেষণায় সফলতা অর্জন করেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রকাশিত এই প্রবন্ধগুলোর একটি কপি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: জিয়াউল আহসান কর্তৃক অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুকে হস্তান্তর করেন।

প্রতিষ্ঠানটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আওতায় রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভাগটি লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র যেমন সার্ফেস কেমিস্ট্রি, ড্রাগ ফরমুলেশন, পরিবেশ, নতুন যৌগ সিন্থেসিস, সৌর কোষ, হেলথ ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স্, ন্যানো পার্টিকেল, রেডিয়েশন ফিজিক্স ইত্যাদি ক্ষেত্রে গবেষণার কাজে নিয়োজিত রয়েছে। এর ফলস্বরূপ, ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে মোট ২৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয় যার মধ্যে ২৫টি স্কোপাস ইনডেক্স জার্নাল।

বিভাগীয় প্রধান ড. মো: জিয়াউল আহসান বলেন, এই ধরনের গবেষণা কাজের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক জ্ঞানের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে গণ বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নতির পেছনে রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগ বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়।

প্রকাশিত প্রবন্ধগুলোর কপি হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, মেডিকেল ফিজিক্স এণ্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতেমা নাসরিনসহ রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর