গ্রিসের একটি উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশুসহ ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার (১৭ মার্চ) তুরস্ক সীমান্তে গ্রিসের আগাথোনিসি দ্বীপের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
ডুবে যাওয়া নৌকাটিতে মোট ২২ জন আরোহী ছিল। নৌকাটি অভিবাসীদের নিয়ে তুরস্ক থেকে গ্রীসের দিকে যাচ্ছিল। আগাথোনিসি দ্বীপের উপকূলে একজন পুরুষ, এক নারী এবং চার শিশুর দেহ ভেসে উঠার পর পুলিশ আরো আট ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
দুই নারী এবং এক পুরুষ নিরাপদ স্থানে সাঁতরে এসে পুলিশকে নৌকা ডুবির ঘটনা জানায়।
গ্রিক কোস্টগার্ড জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একটি টহল নৌকা, একটি সামরিক হেলিকপ্টার এবং তিনটি মাছ ধরার নৌকা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে এবং কোষ্টগার্ড কর্মকর্তারা এ ক্ষেত্রে ইউরোপীয়ন বর্ডার এজেন্সি বা ফ্রন্টটেক্সের সহযোগিতা চেয়েছেনও বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
চার বছর আগে শরণার্থী সংকট সৃষ্টি হওয়ার পর গত বছর অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ সর্বনিম্ন পর্যায়ে ছিল বলে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে।

























