০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

রংপুরে খাদেম হত্যা: ৭ জঙ্গির ফাঁসি

রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির ৭ জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এ মামলায় ছয়জনকে খালাস দেওয়া হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় ফাঁসির আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ মার্চ বাদী ও আসামি পক্ষের যুক্তি শোনার পর রায়ের তারিখ ঘোষণা করেন বিচারক।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, পল্লী চিকিৎসক ও মাজারের খাদেম রহমত আলী বাজার থেকে বাসায় ফেরার পথে চৈতার মোড় নামক স্থানে তাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে খাদেম হত্যা: ৭ জঙ্গির ফাঁসি

প্রকাশিত : ১২:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮

রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির ৭ জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এ মামলায় ছয়জনকে খালাস দেওয়া হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় ফাঁসির আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ মার্চ বাদী ও আসামি পক্ষের যুক্তি শোনার পর রায়ের তারিখ ঘোষণা করেন বিচারক।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, পল্লী চিকিৎসক ও মাজারের খাদেম রহমত আলী বাজার থেকে বাসায় ফেরার পথে চৈতার মোড় নামক স্থানে তাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।