১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে জাবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে কেক কাঁটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের শুভক্ষণে তিঁনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মাধ্যমে তিনি শুধু দেশনেত্রীই নয়, বিশ্বনেতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। একইসাথে সংকটকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতই বাস্তবায়িত হচ্ছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বই পারবে বাংলাদেশকে ক্ষুধামুক্ত স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে।

অনুষ্ঠানে শেখ হাসিনা হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

পরবর্তীতে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এসময় বিভিন্ন প্রজাতির ৭৫টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান, অধ্যাপক ফরহাদ হাসান, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক মোতাহার হোসেন, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক আলী আজম তালুকদার, ডেপুটি রেজিষ্ট্রার (টিচিং) মোহাম্মদ আলী, ডেপুটি রেজিষ্ট্রার (শিক্ষা) আবু হাসান সহ বিভিন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরবর্তীতে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় ও উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

বর্ণাঢ্য আয়োজনে জাবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রকাশিত : ০৩:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে কেক কাঁটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের শুভক্ষণে তিঁনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মাধ্যমে তিনি শুধু দেশনেত্রীই নয়, বিশ্বনেতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। একইসাথে সংকটকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতই বাস্তবায়িত হচ্ছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বই পারবে বাংলাদেশকে ক্ষুধামুক্ত স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে।

অনুষ্ঠানে শেখ হাসিনা হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

পরবর্তীতে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এসময় বিভিন্ন প্রজাতির ৭৫টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান, অধ্যাপক ফরহাদ হাসান, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক মোতাহার হোসেন, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক আলী আজম তালুকদার, ডেপুটি রেজিষ্ট্রার (টিচিং) মোহাম্মদ আলী, ডেপুটি রেজিষ্ট্রার (শিক্ষা) আবু হাসান সহ বিভিন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরবর্তীতে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় ও উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিজনেস বাংলাদেশ/ এ আর