১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

হল খোলার দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অতিদ্রুত আবাসিক হল খোলার দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ৮ তারিখের মধ্যে হল না খুললে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন কর্মসূচি করেন শিক্ষার্থীরা।

এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে হল খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের দাবি জানান। কর্মসূচিতে তারা “এক দফা এক দাবী, হল ক্যাম্পাস খুলে দিবি” , “শিক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না” ইত্যাদি স্লোগান দেন।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এবং সহকারী প্রক্টরদের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে আগামী ৮ তারিখের মধ্যে হল না খুললে কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।

প্রসঙ্গত,উল্লেখ্য, গত ১২ই সেপ্টেম্বর থেকে হল বন্ধ রেখে ইবিতে সশরীরে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। একযোগে প্রায় ২৪টি বিভাগে পরীক্ষা চলছে। ফলে ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত ভাড়াসহ স্বাস্থ্যঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

হল খোলার দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত : ০৮:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

অতিদ্রুত আবাসিক হল খোলার দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ৮ তারিখের মধ্যে হল না খুললে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন কর্মসূচি করেন শিক্ষার্থীরা।

এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে হল খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের দাবি জানান। কর্মসূচিতে তারা “এক দফা এক দাবী, হল ক্যাম্পাস খুলে দিবি” , “শিক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না” ইত্যাদি স্লোগান দেন।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এবং সহকারী প্রক্টরদের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে আগামী ৮ তারিখের মধ্যে হল না খুললে কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।

প্রসঙ্গত,উল্লেখ্য, গত ১২ই সেপ্টেম্বর থেকে হল বন্ধ রেখে ইবিতে সশরীরে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। একযোগে প্রায় ২৪টি বিভাগে পরীক্ষা চলছে। ফলে ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত ভাড়াসহ স্বাস্থ্যঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিজনেস বাংলাদেশ/বিএইচ