সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাস্থ্য বিধি মেনে স্ব-শরীরে ক্লাস শুরু হওয়ার প্রথম দিনেই বাংলা বিভাগের সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাংলা বিভাগ।
সোমবার (৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩১৮ নং রুমে কয়েস আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও মাস্ক দিয়ে বরণ করে নেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মনসুর মুসা বলেছেন, সন্তান ছাড়া বাড়ি যেমন শূন্য থাকে, শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাসও তেমনি শূন্য থাকে। এখানে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে নিজেকে আটকে না রেখে জীবনমুখী নানান কার্যক্রমের সাথে নিজেকে জড়ানো উচিৎ। বিশ্ববিদ্যালয় জীবনই তো আত্মৌন্নয়ন করার সঠিক সময়।
৩য় বর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান বলেন, এতদিন পর ক্যাম্পাসে এসে স্বশরীরে ক্লাস করার অনুভূতি ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। অবশ্যই খুবই ভালোলাগছে। আজকে এইভাবে বরণ করায় নতুন শিক্ষার্থীরাও অনেক উৎসাহ পাবে বলে আশা করছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ড. কৃষ্ণা ভদ্র, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু রায়হান, সিনিয়র প্রভাষক আতিউন নাহার, সিনিয়র প্রভাষক আয়েশা সিদ্দিকা, সহকারী প্রভাষক নূর মোহাম্মদ এবং সহকারী প্রভাষক কবিসতারা খাতুন।


























