১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

‘আমি এতিম, জন্মদিনে এতিমদের নিয়ে কিছু করবো’

পরীমণি

‘আমি এতিম, আগামীকাল  জন্মদিনে সকাল থেকে এতিমদের নিয়ে কিছু করবো’ ওদের গিফট দেবো সেই প্যাকেট রেডি করছি। তবে ‘সিক্রেট’ এখন বেশি কিছু বলবো না। জন্মদিন নিয়ে জানতে চাইলে বিজনেস বাংলাদেশকে এভাবেই বলেন পরীমণি।

 

তবে জন্মদিনে রাতে রেডিসনে, বসবে লাল-সাদার আসর । প্রতিবারের মতো এবারও নিজের জন্মদিন বেশ ধূমধাম করেই আয়োজন করছেন পরী। জানা গেছে, পরীমণির এবারের জন্মদিনের আয়োজন হবে একটি পাঁচতারা হেটেলে। প্রতিবছর পরীমণি তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের আয়োজনে পুরুষদের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙের ড্রেস কোড নির্বাচন করে দিয়েছেন তিনি।

ইতোমধ্যে আয়োজনের পূর্ব প্রস্তুতি শেষ। প্রিয় মানুষদের কাছে পৌছে গেছে দাওয়াত কার্ড। সব ঠিক থাকলে  সন্ধ্যার পর  পাঁচতারা হেটেলে বসবে লাল-সাদার আসর। বাহারি আলোয় ভরে উঠবে তার আয়োজন। তবে সন্ধ্যার পর জাকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে দিনটি কাটবে পরীর।

 

পরীমণির হতে এখন বেশ কয়েকটি সিনেমা। গুনিনের পর প্রীতিলতা, বায়োপিক, অন্তরালে এবং মাসহ আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তার।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

‘আমি এতিম, জন্মদিনে এতিমদের নিয়ে কিছু করবো’

প্রকাশিত : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

‘আমি এতিম, আগামীকাল  জন্মদিনে সকাল থেকে এতিমদের নিয়ে কিছু করবো’ ওদের গিফট দেবো সেই প্যাকেট রেডি করছি। তবে ‘সিক্রেট’ এখন বেশি কিছু বলবো না। জন্মদিন নিয়ে জানতে চাইলে বিজনেস বাংলাদেশকে এভাবেই বলেন পরীমণি।

 

তবে জন্মদিনে রাতে রেডিসনে, বসবে লাল-সাদার আসর । প্রতিবারের মতো এবারও নিজের জন্মদিন বেশ ধূমধাম করেই আয়োজন করছেন পরী। জানা গেছে, পরীমণির এবারের জন্মদিনের আয়োজন হবে একটি পাঁচতারা হেটেলে। প্রতিবছর পরীমণি তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের আয়োজনে পুরুষদের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙের ড্রেস কোড নির্বাচন করে দিয়েছেন তিনি।

ইতোমধ্যে আয়োজনের পূর্ব প্রস্তুতি শেষ। প্রিয় মানুষদের কাছে পৌছে গেছে দাওয়াত কার্ড। সব ঠিক থাকলে  সন্ধ্যার পর  পাঁচতারা হেটেলে বসবে লাল-সাদার আসর। বাহারি আলোয় ভরে উঠবে তার আয়োজন। তবে সন্ধ্যার পর জাকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে দিনটি কাটবে পরীর।

 

পরীমণির হতে এখন বেশ কয়েকটি সিনেমা। গুনিনের পর প্রীতিলতা, বায়োপিক, অন্তরালে এবং মাসহ আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তার।

বিজনেস বাংলাদেশ/বিএইচ