নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য করোনা টিকা প্রদানের জন্য টিকা ক্যাম্পেইন ৩১ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ ২৮ তারিখ ( বৃহস্পতিবার) দুপুরে নোবিপ্রবি রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা সুরক্ষার জন্য টিকা প্রদান ক্যাম্পেইন আগমী ৩১ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা প্রদান করা হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও কোভিড – ১৯ সুরক্ষা কেন্দ্রের যৌথ তত্তাবধানে নোবিপ্রবির যেসকল শিক্ষার্থী টিকার রেজিষ্ট্রেশন করেছে কিন্তু টিকা নেয় নি তাদের টিকার ১ম ডোজ দেওয়া হবে। এক্ষেত্রে যেসকল শিক্ষার্থী টিকা কেন্দ্র হিসেবে নোয়াখালী জেনারেল হাসপাতাল সিলেক্ট করেছে তাদের টিকা প্রদান করা হবে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, যেসকল শিক্ষার্থী টিকার ১ম ডোজ নিয়েছেন তাদের টিকার ২য় ডোজের তারিখ পরর্বতীতে জানানো হবে।


























