গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (১লা নভেম্বর) দুপুর ১২টায় স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা শুরু হয়।
২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে সি, ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সি ইউনিটে আবেদন করেছেন ৩৩ হাজার ৪৩৭ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ইবি কেন্দ্রে ১৩৯৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২টি একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাহলসমূহ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















