০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

শহিদকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্ত্রী!

শহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্ত্রী মীরা রাজপুত। ভাবছেন, শাহিদ-মীরাকে বি-টাউনের অন্যতম ‘লাভ-কাপল’ বলা হলে তাদের মধ্যে এমনটা হওয়া সম্ভব নয়। অসম্ভব মনে হলেও এটি সত্যি ঘটনা ৷

জানা গেছে, ‘পদ্মাবত’ ছবির শুটিংয়ের সময় কাজ শেষ করে শহিদ বাড়ি ফিরতেন সকাল ৮টায়। দুপুর প্রায় দুটো পর্যন্ত ঘুমোতেন শাহিদ। শুটিংয়ের কঠিন শিডিউল ছিল সেই সময়। ফলে সকাল ৮টা থেকে দুপুর দুটো পর্যন্ত যাতে শাহিদ ঘুমোতে পারেন, সেই চেষ্টাই করতেন মীরা।

কিন্তু, শহিদ কন্যা মিশা সেই সময় খেলতে শুরু করত। শহিদের ঘরে গিয়েই চলত তার খেলা। মীরা অনেক চেষ্টা করেও মেয়েকেও থামাতে পারতেন না। যার জেরে শাহিদের ঘুমের ব্যাঘাত ঘটত। শহিদের যাতে কাজের ক্ষতি না হয়, সেই কারণেই তাকে বাড়িতে নয় হোটেলে থাকার ব্যবস্থা করে দেন মীরা ৷ সেই কারণে গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেলে শহিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল ৷

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

শহিদকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্ত্রী!

প্রকাশিত : ১১:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮

শহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্ত্রী মীরা রাজপুত। ভাবছেন, শাহিদ-মীরাকে বি-টাউনের অন্যতম ‘লাভ-কাপল’ বলা হলে তাদের মধ্যে এমনটা হওয়া সম্ভব নয়। অসম্ভব মনে হলেও এটি সত্যি ঘটনা ৷

জানা গেছে, ‘পদ্মাবত’ ছবির শুটিংয়ের সময় কাজ শেষ করে শহিদ বাড়ি ফিরতেন সকাল ৮টায়। দুপুর প্রায় দুটো পর্যন্ত ঘুমোতেন শাহিদ। শুটিংয়ের কঠিন শিডিউল ছিল সেই সময়। ফলে সকাল ৮টা থেকে দুপুর দুটো পর্যন্ত যাতে শাহিদ ঘুমোতে পারেন, সেই চেষ্টাই করতেন মীরা।

কিন্তু, শহিদ কন্যা মিশা সেই সময় খেলতে শুরু করত। শহিদের ঘরে গিয়েই চলত তার খেলা। মীরা অনেক চেষ্টা করেও মেয়েকেও থামাতে পারতেন না। যার জেরে শাহিদের ঘুমের ব্যাঘাত ঘটত। শহিদের যাতে কাজের ক্ষতি না হয়, সেই কারণেই তাকে বাড়িতে নয় হোটেলে থাকার ব্যবস্থা করে দেন মীরা ৷ সেই কারণে গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেলে শহিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল ৷