নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বাকী তিন বাংলাদেশীর মরদেহ আজ বৃহস্পতিবার দেশে আসছে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের মরদেহ নেপালে বাংলাদেশী দূতাবাসে বুঝিয়ে দেয়া হয়েছে।
তারা হলেন- নজরুল ইসলাম, মোল্লা আলিফুজ্জামান ও পিয়াস রায়। বাংলাদেশী দূতাবাসে নজরুল ও আলিফের জানাজাও সম্পন্ন হয়েছে।
ইউএস-বাংলার গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ দুপুর ৩টার দিকে ওই তিন মরদেহ দেশে পৌঁছাবে।
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বুধবার বলেছেন, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত যে তিন বাংলাদেশীর মরদেহ কাঠমান্ডুতে ছিল, তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এখন আর তাদের লাশ দেশে ফেরত পাঠাতে কোনো বাধা নেই।
এর আগে সোমবার ২৩ জনের মরদেহ বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে নিয়ে আসা হয়।
১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়। যার মধ্যে ২৬ জন বাংলাদেশী আরোহী ছিলেন।

























