০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

কাঁকন বিবির মরদেহ গ্রামের বাড়িতে

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত : ০১:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
  • 133

কাঁকন বিবির মরদেহবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি সুনামগঞ্জেরর দোয়ারাবাজার উপজেলার উদ্দেশে রওনা হয়েছেন তার স্বজনরা। বৃহস্পতিবার সকাল ৯টা ৩২ মিনিটে এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে রওনা হন তারা।

বেলা সোয়া ১১টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী কাঁকন বিবির মরদেহে শ্রদ্ধা জানান। একমাত্র মেয়ে সকিনা বিবি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বিকেল ৪টায় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এর আগে হাসপাতালের অভ্যন্তরে কাকন বিবিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২১ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা কাকন বিবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।

গত সোমবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিউমোনিয়া ও শ্বাসকষ্ট, ফুসফুস সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে ভর্তি হন কাকন বিবি।

>>বীর প্রতীক কাঁকন বিবি আর নেই

ট্যাগ :
জনপ্রিয়

কাঁকন বিবির মরদেহ গ্রামের বাড়িতে

প্রকাশিত : ০১:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮

কাঁকন বিবির মরদেহবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি সুনামগঞ্জেরর দোয়ারাবাজার উপজেলার উদ্দেশে রওনা হয়েছেন তার স্বজনরা। বৃহস্পতিবার সকাল ৯টা ৩২ মিনিটে এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে রওনা হন তারা।

বেলা সোয়া ১১টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী কাঁকন বিবির মরদেহে শ্রদ্ধা জানান। একমাত্র মেয়ে সকিনা বিবি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বিকেল ৪টায় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এর আগে হাসপাতালের অভ্যন্তরে কাকন বিবিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২১ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা কাকন বিবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।

গত সোমবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিউমোনিয়া ও শ্বাসকষ্ট, ফুসফুস সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে ভর্তি হন কাকন বিবি।

>>বীর প্রতীক কাঁকন বিবি আর নেই