জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তিযুদ্ধ শুরু হয়। গতকাল ৯ নভেম্বর সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে মোট পাঁচটি শিফটে বিকাল ৪ টায় পরীক্ষা শেষ হয়। পরীক্ষা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
ডি ইউনিটের ৩২০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৯ হাজার ২২৬ টি। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে ১৬০টি আসন রয়েছে।
পরীক্ষার প্রথম দিন বিভিন্ন বিভাগ ও অনুষদ ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীদের উপস্থিতির হার তুলনামুলক কম। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সমন্বয়ক অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, পরীক্ষার্থীদের উপস্থিতি ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে।
উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, গুচ্ছ ভর্তিপরীক্ষা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় এ বছর পরীক্ষার্থী কিছুটা কম। পরিবহন ধর্মঘটও শিক্ষার্থী সংখ্যায় প্রভাব ফেলেছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে। বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় প্রেসক্লাব, তরী, ধ্বনি, যুব রেড ক্রিসেন্ট, পিডিএফ, ইচ্ছা, রোটার্যাক্ট ক্লাব, ইপসা ও বিভিন্ন জেলার ছাত্রকল্যাণ পরিষদ শিক্ষার্থীদের হল খুঁজে দেয়া ও তথ্য সহায়তা বুথ স্থাপন করেছে। এছাড়া রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল ও ‘শেখ রাসেল তথ্য সহায়তা কেন্দ্র’ পরিচালনা করেছে। ছাত্র ইউনিয়ন জাবি সংসদ ‘শহীদ তাজুল মোটরবাইক সেবা’ হাতে নিয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাবি শাখা মাস্ক বিতরণ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল ও ফুল দিয়ে বরণ করে নিয়েছে জাবি ছাত্রদল।


























