০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আমি সাংবাদিক মহলকে ধিক্কার জানাই: কমেডিয়ান চিকন আলী (ভিডিও)

চিকন আলী

সাংবাদিকদের মধ্যে প্রচুর খারাপ সাংবাদিক আছে। সবার কথা বলছি না। আপনারা সাংবাদিক হইছেন, গান লিখা, সুর করা থেকে সব করেন, সাহিত্যে সাংবাদিকদের বিশাল অবদান রয়েছে। দেশ পরিচালনায় সাংবাদিকরা বুদ্ধিজীবির ভুমিকা পালন করছে। আপনাদের যোগ্যতা আছে করেন, এটা নিয়ে কোন সমস্য নাই।

সাংবাদিকরা হল কলম যোদ্ধা। সেই কলম যোদ্ধা যদি দুই নাম্বারি করে, বেঈমানি করে, একজন শিল্পীর সঙ্গে প্রতারণা করে, সে কিশের সাংবাদিক? সাংবাদিক মহলে বিচারের জন্য গেলে বলে ওকে আমরা চিনি না। আপনারা তাকে চিনেন না তাহলে সাংবাদিকের সিল মাইরা সে ঘুরছে কিভাবে?
বিজনেস বাংলাদেশ-এর একান্ত সাক্ষাতকারে নিজের ভেরিফায়েড পেজ হারিয়ে কথাগুলো বলছিলেন চলচ্চিত্রের একনম্বর কমেডিয়ান চিকন আলী।

তিনি আরো বলেন, শোবিজে আমি ২০ বছর, সাংবাদিক চিনতে ভুল করছি, কম সাংবাদিক চিনি আমি, আওলাদ ভাই, জুটন ভাই মারা গেছে, এই সময়ে আছে শাবান মাহমুদ ভাই, মুন্নি শাহা, আপনি আছেন রঞ্জু , দ্বীপ, নাহিয়ান ইমন, রবিউল ইসলাম জীবন, জিয়া উদ্দীন আলম আছে, এমন আরো আছেন যাদের দেখলে চিনি, নাম মনে করতে পারছি না। কই, আপনাদের সঙ্গেতো কোনো ঝামেলা হয় নাই।

একজন সাংবাদিক আসলো, বললেন, আমি যায়যায়দিনে আছি। কার্ড ঝুলিয়ে আসলো, তার সঙ্গে কাজ নিয়ে মিশলাম, তিনি একটি গান করে দিলেন, গানটি আপলোড করতে পাসওয়ার্ড চাইলো, আমি দিলাম আর আপনি আমার পেইজটি খেয়ে ফেললেন! উল্টা আবার আমাকেই ৯টা মাস ধরে ফাপরে রাখছে, আমার বিরুদ্ধে মামলা করছে। ধিক্কার জানাই এসব সাংবাকিদের। আপনাদের কাছে বিচার দিলে বলেন, চিনি না, জানি না। ভাই আপনার ফোর্স করেন, পেইজটি আমার ১২ বছরের। এটা ঘাটলেই বুঝা যায় কার। কারো পদক্ষেপ নাই!

আরে ভাই যারা আপনাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করছে তাদের বিচার করবেন না? এমন একজন সাংবাদিকের জন্য সবাই সমালোচিত হবেন। এই ছেলেটার নামে প্রচুর পরিমানে স্কান্ডাল আছে। পরীমনির সাথে লাগছিল পরী থাপ্পর দিছিল, অনেক মেয়ের জীবন নিয়েে সিনিমিনি খেলেছে মিডিয়ায় অভিযোগ রয়েছে। আমি তাকে চিনতাম না। চিনলে তারমতো বাজে লোকের কাছে যেতাম না। সাংবাদিক ভাইদের বলছি, আপনাদের সম্মান হানি করছে এর যদি বিচার না করেন আপনারা হেরে যাচ্ছেন। আপনাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

চিকন আলীর ব্যক্তি ও কর্মময় জীবনের নানা অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখুন-

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

আমি সাংবাদিক মহলকে ধিক্কার জানাই: কমেডিয়ান চিকন আলী (ভিডিও)

প্রকাশিত : ০২:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

সাংবাদিকদের মধ্যে প্রচুর খারাপ সাংবাদিক আছে। সবার কথা বলছি না। আপনারা সাংবাদিক হইছেন, গান লিখা, সুর করা থেকে সব করেন, সাহিত্যে সাংবাদিকদের বিশাল অবদান রয়েছে। দেশ পরিচালনায় সাংবাদিকরা বুদ্ধিজীবির ভুমিকা পালন করছে। আপনাদের যোগ্যতা আছে করেন, এটা নিয়ে কোন সমস্য নাই।

সাংবাদিকরা হল কলম যোদ্ধা। সেই কলম যোদ্ধা যদি দুই নাম্বারি করে, বেঈমানি করে, একজন শিল্পীর সঙ্গে প্রতারণা করে, সে কিশের সাংবাদিক? সাংবাদিক মহলে বিচারের জন্য গেলে বলে ওকে আমরা চিনি না। আপনারা তাকে চিনেন না তাহলে সাংবাদিকের সিল মাইরা সে ঘুরছে কিভাবে?
বিজনেস বাংলাদেশ-এর একান্ত সাক্ষাতকারে নিজের ভেরিফায়েড পেজ হারিয়ে কথাগুলো বলছিলেন চলচ্চিত্রের একনম্বর কমেডিয়ান চিকন আলী।

তিনি আরো বলেন, শোবিজে আমি ২০ বছর, সাংবাদিক চিনতে ভুল করছি, কম সাংবাদিক চিনি আমি, আওলাদ ভাই, জুটন ভাই মারা গেছে, এই সময়ে আছে শাবান মাহমুদ ভাই, মুন্নি শাহা, আপনি আছেন রঞ্জু , দ্বীপ, নাহিয়ান ইমন, রবিউল ইসলাম জীবন, জিয়া উদ্দীন আলম আছে, এমন আরো আছেন যাদের দেখলে চিনি, নাম মনে করতে পারছি না। কই, আপনাদের সঙ্গেতো কোনো ঝামেলা হয় নাই।

একজন সাংবাদিক আসলো, বললেন, আমি যায়যায়দিনে আছি। কার্ড ঝুলিয়ে আসলো, তার সঙ্গে কাজ নিয়ে মিশলাম, তিনি একটি গান করে দিলেন, গানটি আপলোড করতে পাসওয়ার্ড চাইলো, আমি দিলাম আর আপনি আমার পেইজটি খেয়ে ফেললেন! উল্টা আবার আমাকেই ৯টা মাস ধরে ফাপরে রাখছে, আমার বিরুদ্ধে মামলা করছে। ধিক্কার জানাই এসব সাংবাকিদের। আপনাদের কাছে বিচার দিলে বলেন, চিনি না, জানি না। ভাই আপনার ফোর্স করেন, পেইজটি আমার ১২ বছরের। এটা ঘাটলেই বুঝা যায় কার। কারো পদক্ষেপ নাই!

আরে ভাই যারা আপনাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করছে তাদের বিচার করবেন না? এমন একজন সাংবাদিকের জন্য সবাই সমালোচিত হবেন। এই ছেলেটার নামে প্রচুর পরিমানে স্কান্ডাল আছে। পরীমনির সাথে লাগছিল পরী থাপ্পর দিছিল, অনেক মেয়ের জীবন নিয়েে সিনিমিনি খেলেছে মিডিয়ায় অভিযোগ রয়েছে। আমি তাকে চিনতাম না। চিনলে তারমতো বাজে লোকের কাছে যেতাম না। সাংবাদিক ভাইদের বলছি, আপনাদের সম্মান হানি করছে এর যদি বিচার না করেন আপনারা হেরে যাচ্ছেন। আপনাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

চিকন আলীর ব্যক্তি ও কর্মময় জীবনের নানা অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখুন-

বিজনেস বাংলাদেশ/বিএইচ