গত একদিনে সারাদেশে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন। এ দিন ছয় বিভাগ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহে কোনো মৃত্যু নেই।
গত ২৪ ঘণ্টায় ৪ জন মিলিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯২২ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৩ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনে দাঁড়িয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























