০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

প্রেমে পড়লে আর উঠতে পারবো না: এনিলা তানজুম

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৯:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • 219

এনিলা তানজুম। তরুণ প্রজন্মের মেধাবী মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী। সম্প্রতি তিনি এসেছিলেন আজকের  ‘বিজনেস বাংলাদেশ’ কার্যালয়ে । ব্যক্তি ও কর্মময় জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়

মিডিয়ায় কাজ নিয়ে বলেন-

আসলে আমি সাড়ে তিন বছর ধরে ফটোস্যুট করেছি. দুইটা বড় বড় ব্রান্ডের ফটোস্যুট , কিছু ডকুমেন্টারি করেছি, এখন আপাতত অভিনয়টা করছি। নতুন বিজ্ঞাপন করেছি, দুই-তিনটা নাটক করেছি এরমধ্যে দুই রিলিজ হয়েছে, একটি- ‘সুভবিজয়া’ নামে এটি প্রচার হয়েছে একুশে টিভিতে আর ‘বিসর্জন’ নামে আরেকটি  প্রচার হয়েছে এস এ টিভিতে।

নতুন কি করছেন-

নতুন একটি বিজ্ঞাপন করতে যাচ্ছি। দীপ্ত টিভির একটি সিরিয়ালে কাজের কথা চলছে, এস কে শুভ ভাইর একটি সিরিয়ালে কাজের কথা চলছে, তার আরো দুটি সিঙ্গেল নাটকে কাজ করবো  একটির নাম ‘আধখানা চাঁদ’ আরেকটি ‘উড়ো উড়ো মন’।

প্রথম নাটকে সম্পৃক্ততা কিভাবে?

আমি  আসলে আর টিভি ও এসএ টিভিতে উপস্থাপনা করতাম। প্রথম  অভিনয়ের এসএ টিভি থেকে অফার এসেছে, প্রথম নাটক করা হয়েছে সঞ্জয় রাজের।

 উপস্থাপনার কথাই যখন উঠলো উপস্থাপনা নিয়ে কিছু বলেন-

আমার আসলে  উপস্থাপনা ভালো লাগতো। একটা মানুষের সম্পর্কে জানবো, এই যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমার সম্পর্কে জানছেন, এমন নতুন নতুন মানুষের সঙ্গে আমার পরিচয় হতে ভালো লাগে। এই ভালোলাগা থেকে উপস্থাপনায় আসা। অভিনয়ে কিছুটা ব্যস্ত হওয়ার কারণে উপস্থাপনা  আমার সময়ের সঙ্গে মিললে এখনো করছি।

আপনার প্রিয় অভিনেতা-অভিনেত্রী কে কে?

মেহেজাবীনকে খুব ভালোলাগে। আমি আরফান নিশো ও মোশাররফ করিমের খুব ফ্যান। এই দুজনের যদি নিউজ ফিডে ছবিও দেখি স্টফ হয়ে যাই। আসলে কি লিখবো। এতোটাই ভক্ত এই দুজনের।

আরফান নিশো ও মোশাররফ করিমের সঙ্গে যদি কো আর্টিস্ট হয়ে যায় কেমন লাগবে?

প্রথমত ওই মুহূর্তে কিভাবে রিয়েক্ট করবো জানিনা। খুব ভালো লাগবে। যাদেরকে আসলে এতো দেখি তারা এতো ভালো অভিনয় করে তাদের সঙ্গে অভিনয় করা তো ভাগ্যের ব্যাপার।

 

যদি রোমান্টিক প্রেমের গল্প হয় তাহলে-

তাহলে তো আমি শেষ। হা-হা-হা…

অভিনয় করছেন, কোনো শেখা ছিল?

ছোটবেলা থেকে এক্সটা কারিকলামে ছিলাম। ছোট বেলায় গান করতাম, জাড়ি গানে ডিস্ট্রিক চ্যাম্পিয়ান ছিলাম, নাচ করতাম। আসলে ওখান থেকেই এক্সটা কারিকলামে এ্যাক্টিবেটিসটা ছিল। প্রাথমিক লেবেলে স্কুল কলেজে আমি এটেন করতাম। এভাবেই আসলে একটা একটা স্টেপ করে অভিনয়ে আসা। আসলে মানুষ ফলো করি আমি প্রচুর নাটক দেখি। তো আমার নিজের যেটা ভাললাগে দেখতে সেটা করতেও ইচ্ছে করে। তাই অভিনয়ে।

মিডিয়া  চ্যালেঞ্জিং জায়গা, মানিয়ে নেন কিভাবে-

খুবই চ্যালেঞ্জিং।  আমারতো মনে হয় যোগ্য মানুষ কাজ পাবে, দেড়ি হতে পারে কিন্তু যোগ্যতার বিচার হবে।

মিডিয়ায় কাজ করা পরিবার কিভাবে দেখেন-

আমার পরিবার ভীশন সাপোর্ট দেয়। দেখা গেছে, আমার অভিনীত একটি নাটক দেখেছি সময়ের কারণে আরেটি নাটক দেখতে পারিনি কিন্ত সেই নাটকটি তারা সিডি থেকে ফোনে রেকড করে মোবাইলে দেখিয়েছে। বুঝতেই পারছেন তারা কতোটা সার্পোটেড।

মুভি দেখেন, প্রিয় নায়ক -নায়িকা কে?

মুভি দেখি, প্রিয় নায়ক দেশের কথা বললে শাকিব খান, জয়া আহসান, শাবনূর, বলিউডে দীপিকা, শাহরুখ খান আমার অনেক প্রিয়।

সিনেমায় কাজের ইচ্ছে আছে-

নাটকে আসার আগেই সিনেমায় প্রস্তাব পেয়েছিলাম কিন্তু সিনেমা এখন আপাতত অভিনয় করছি না।

ব্যক্তি জীবন নিয়ে জানতে চাই, বিয়ে বা প্রেম করছেন?

এ ব্যাপারে বলতে বলতে চাচ্ছি না। সিঙ্গেল আছি।

প্রেমে পড়েছেন-

প্রেমে পড়লে আর উঠতে পারবো না,   তো এখনি প্রেম করছি না।

আগামীর ভাবনা কি?

ভালো কিছু নাটকে অভিনয়ের ইচ্ছে। সে ইচ্ছে পূরণের লক্ষে্ এগিয়ে যাচ্ছি।

আপনার জন্ম, শৈশব ও পড়া-শুনা নিয়ে জানতে চাই-

আমার  জন্ম  নোয়াখালি, লক্ষীপুর। ঢাকায় বড় হয়েছি, ধানমন্ডিতে থাকি। আমি কানাডিয়ান ইউনিভাসিটিতে  বিবিএ  ফাইনাল ইয়ারে পড়ছি। একটা সেমিস্টার বাকী আছে গ্রজুয়েশন করতে। স্কুল ছিল মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, আর কলেজ ছিল নূর মুহম্মদ পাবলিক কলেজ। দুইটাই বিডিয়ারের ভেতরে। খুব রেসটিকটেড ছিলাম আমি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পরশুরামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনে আলোচনা, র‍্যালি ও পোনা অবমুক্ত

প্রেমে পড়লে আর উঠতে পারবো না: এনিলা তানজুম

প্রকাশিত : ০৯:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

এনিলা তানজুম। তরুণ প্রজন্মের মেধাবী মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী। সম্প্রতি তিনি এসেছিলেন আজকের  ‘বিজনেস বাংলাদেশ’ কার্যালয়ে । ব্যক্তি ও কর্মময় জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়

মিডিয়ায় কাজ নিয়ে বলেন-

আসলে আমি সাড়ে তিন বছর ধরে ফটোস্যুট করেছি. দুইটা বড় বড় ব্রান্ডের ফটোস্যুট , কিছু ডকুমেন্টারি করেছি, এখন আপাতত অভিনয়টা করছি। নতুন বিজ্ঞাপন করেছি, দুই-তিনটা নাটক করেছি এরমধ্যে দুই রিলিজ হয়েছে, একটি- ‘সুভবিজয়া’ নামে এটি প্রচার হয়েছে একুশে টিভিতে আর ‘বিসর্জন’ নামে আরেকটি  প্রচার হয়েছে এস এ টিভিতে।

নতুন কি করছেন-

নতুন একটি বিজ্ঞাপন করতে যাচ্ছি। দীপ্ত টিভির একটি সিরিয়ালে কাজের কথা চলছে, এস কে শুভ ভাইর একটি সিরিয়ালে কাজের কথা চলছে, তার আরো দুটি সিঙ্গেল নাটকে কাজ করবো  একটির নাম ‘আধখানা চাঁদ’ আরেকটি ‘উড়ো উড়ো মন’।

প্রথম নাটকে সম্পৃক্ততা কিভাবে?

আমি  আসলে আর টিভি ও এসএ টিভিতে উপস্থাপনা করতাম। প্রথম  অভিনয়ের এসএ টিভি থেকে অফার এসেছে, প্রথম নাটক করা হয়েছে সঞ্জয় রাজের।

 উপস্থাপনার কথাই যখন উঠলো উপস্থাপনা নিয়ে কিছু বলেন-

আমার আসলে  উপস্থাপনা ভালো লাগতো। একটা মানুষের সম্পর্কে জানবো, এই যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমার সম্পর্কে জানছেন, এমন নতুন নতুন মানুষের সঙ্গে আমার পরিচয় হতে ভালো লাগে। এই ভালোলাগা থেকে উপস্থাপনায় আসা। অভিনয়ে কিছুটা ব্যস্ত হওয়ার কারণে উপস্থাপনা  আমার সময়ের সঙ্গে মিললে এখনো করছি।

আপনার প্রিয় অভিনেতা-অভিনেত্রী কে কে?

মেহেজাবীনকে খুব ভালোলাগে। আমি আরফান নিশো ও মোশাররফ করিমের খুব ফ্যান। এই দুজনের যদি নিউজ ফিডে ছবিও দেখি স্টফ হয়ে যাই। আসলে কি লিখবো। এতোটাই ভক্ত এই দুজনের।

আরফান নিশো ও মোশাররফ করিমের সঙ্গে যদি কো আর্টিস্ট হয়ে যায় কেমন লাগবে?

প্রথমত ওই মুহূর্তে কিভাবে রিয়েক্ট করবো জানিনা। খুব ভালো লাগবে। যাদেরকে আসলে এতো দেখি তারা এতো ভালো অভিনয় করে তাদের সঙ্গে অভিনয় করা তো ভাগ্যের ব্যাপার।

 

যদি রোমান্টিক প্রেমের গল্প হয় তাহলে-

তাহলে তো আমি শেষ। হা-হা-হা…

অভিনয় করছেন, কোনো শেখা ছিল?

ছোটবেলা থেকে এক্সটা কারিকলামে ছিলাম। ছোট বেলায় গান করতাম, জাড়ি গানে ডিস্ট্রিক চ্যাম্পিয়ান ছিলাম, নাচ করতাম। আসলে ওখান থেকেই এক্সটা কারিকলামে এ্যাক্টিবেটিসটা ছিল। প্রাথমিক লেবেলে স্কুল কলেজে আমি এটেন করতাম। এভাবেই আসলে একটা একটা স্টেপ করে অভিনয়ে আসা। আসলে মানুষ ফলো করি আমি প্রচুর নাটক দেখি। তো আমার নিজের যেটা ভাললাগে দেখতে সেটা করতেও ইচ্ছে করে। তাই অভিনয়ে।

মিডিয়া  চ্যালেঞ্জিং জায়গা, মানিয়ে নেন কিভাবে-

খুবই চ্যালেঞ্জিং।  আমারতো মনে হয় যোগ্য মানুষ কাজ পাবে, দেড়ি হতে পারে কিন্তু যোগ্যতার বিচার হবে।

মিডিয়ায় কাজ করা পরিবার কিভাবে দেখেন-

আমার পরিবার ভীশন সাপোর্ট দেয়। দেখা গেছে, আমার অভিনীত একটি নাটক দেখেছি সময়ের কারণে আরেটি নাটক দেখতে পারিনি কিন্ত সেই নাটকটি তারা সিডি থেকে ফোনে রেকড করে মোবাইলে দেখিয়েছে। বুঝতেই পারছেন তারা কতোটা সার্পোটেড।

মুভি দেখেন, প্রিয় নায়ক -নায়িকা কে?

মুভি দেখি, প্রিয় নায়ক দেশের কথা বললে শাকিব খান, জয়া আহসান, শাবনূর, বলিউডে দীপিকা, শাহরুখ খান আমার অনেক প্রিয়।

সিনেমায় কাজের ইচ্ছে আছে-

নাটকে আসার আগেই সিনেমায় প্রস্তাব পেয়েছিলাম কিন্তু সিনেমা এখন আপাতত অভিনয় করছি না।

ব্যক্তি জীবন নিয়ে জানতে চাই, বিয়ে বা প্রেম করছেন?

এ ব্যাপারে বলতে বলতে চাচ্ছি না। সিঙ্গেল আছি।

প্রেমে পড়েছেন-

প্রেমে পড়লে আর উঠতে পারবো না,   তো এখনি প্রেম করছি না।

আগামীর ভাবনা কি?

ভালো কিছু নাটকে অভিনয়ের ইচ্ছে। সে ইচ্ছে পূরণের লক্ষে্ এগিয়ে যাচ্ছি।

আপনার জন্ম, শৈশব ও পড়া-শুনা নিয়ে জানতে চাই-

আমার  জন্ম  নোয়াখালি, লক্ষীপুর। ঢাকায় বড় হয়েছি, ধানমন্ডিতে থাকি। আমি কানাডিয়ান ইউনিভাসিটিতে  বিবিএ  ফাইনাল ইয়ারে পড়ছি। একটা সেমিস্টার বাকী আছে গ্রজুয়েশন করতে। স্কুল ছিল মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, আর কলেজ ছিল নূর মুহম্মদ পাবলিক কলেজ। দুইটাই বিডিয়ারের ভেতরে। খুব রেসটিকটেড ছিলাম আমি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ