০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাং -এর ৯ সদস্য গ্রেফতার

সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও বসিলায় বেশ কয়েকটি ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে তথ্য পায়
র‍্যাব। ফলশ্রতিতে র‍্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। গত রাতে টহলরত র‍্যাব-২ এর সদস্যরা মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে একটি ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে তথ্য পায়। তৎক্ষণাৎ কর্তব্যরত টহল দল ঘটনাস্থল হতে তথ্য সংগ্রহ পূর্বক অভিযানে নামে।

তারই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর ২০২১ তারিখে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী,মোঃ নাঈম,মোঃ রুমান,মোঃ তামিম খাঁন,মোঃ সজীব’দেরকে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো অস্ত্র, পিস্তল সদৃশ্য ও মাদকসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা “ভাইব্বা ল কিং (ঠধরননধ খড় করহম)” নামক একটি সংঘবদ্ধ গ্রপের সদস্য। অতঃপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে চাঁদ উদ্যান সংশ্লিষ্ট সাত মসজিদ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দলের গ্যাং লিডার,শরীফ মোহন,এবং অপর সদস্যরা যথাক্রমে মোঃ উদয়,মোঃ শাকিল ,মোঃ নয়ন,মোঃ জাহিদ’দেরকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়।বর্ণিত অভিযানে ০৪টি লোহার দেশীয় তৈরী ছুরি, ০১টি স্টিলের হাতলযুক্ত কুঠার, গাঁজা ৫০ পুরিয়া, ০২টি স্টীলের তৈরি ছোরা, ০১টি স্টীলের তৈরি হোল্ডিং চাকু, ০১টি প্লাষ্টিকের পিস্তল সদৃশ্য, ৬৫ পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি এবং ৩টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা জানায়,তাদের কিশোর গ্যাং ভাইব্বা ল কিং (Vaibba Lo King) গ্রুপে প্রায় ১৫-২০ জন সদস্য রয়েছে। উক্ত দলের রিং লিডার মোহন এর নেতৃত্বে বিগত ২/৩ বছর পূর্বে গ্যাং টি গঠন করা হয়। এরা মোহন সিন্ডিকেট নামেও পরিচিত। এই গ্রুপের সদস্যরা পূর্বে লেবেল হাই গ্যাং এ অন্তভূক্ত ছিল। অন্তকোন্দলে যা ৫/৬টি গ্রুপে বিভক্ত হয়ে যায়। গ্রুপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ইত্যাদি ফুটপ্রিন্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গ্যাং সংক্রান্ত বিভিন্ন উদ্ধত্যপূর্ণ প্রচারণা পাওয়া যায় যেমন মোহাম্মপুরের পোলাপান যা করি তা টোকেন ছাড়াই ওপেন, মোহাম্মদপুরের পোলা বাজান/আমি একাই একশ/গেঞ্জাম করার আগে Vaibba Loiyo ইত্যাদি।এছাড়া ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত।
অপরাধ কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদেরকে কিং হিসেবে উপস্থাপন করতে চায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেন জানান, র‍্যাবের গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাং -এর ৯ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৩:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও বসিলায় বেশ কয়েকটি ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে তথ্য পায়
র‍্যাব। ফলশ্রতিতে র‍্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। গত রাতে টহলরত র‍্যাব-২ এর সদস্যরা মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে একটি ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে তথ্য পায়। তৎক্ষণাৎ কর্তব্যরত টহল দল ঘটনাস্থল হতে তথ্য সংগ্রহ পূর্বক অভিযানে নামে।

তারই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর ২০২১ তারিখে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী,মোঃ নাঈম,মোঃ রুমান,মোঃ তামিম খাঁন,মোঃ সজীব’দেরকে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো অস্ত্র, পিস্তল সদৃশ্য ও মাদকসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা “ভাইব্বা ল কিং (ঠধরননধ খড় করহম)” নামক একটি সংঘবদ্ধ গ্রপের সদস্য। অতঃপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে চাঁদ উদ্যান সংশ্লিষ্ট সাত মসজিদ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দলের গ্যাং লিডার,শরীফ মোহন,এবং অপর সদস্যরা যথাক্রমে মোঃ উদয়,মোঃ শাকিল ,মোঃ নয়ন,মোঃ জাহিদ’দেরকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়।বর্ণিত অভিযানে ০৪টি লোহার দেশীয় তৈরী ছুরি, ০১টি স্টিলের হাতলযুক্ত কুঠার, গাঁজা ৫০ পুরিয়া, ০২টি স্টীলের তৈরি ছোরা, ০১টি স্টীলের তৈরি হোল্ডিং চাকু, ০১টি প্লাষ্টিকের পিস্তল সদৃশ্য, ৬৫ পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি এবং ৩টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা জানায়,তাদের কিশোর গ্যাং ভাইব্বা ল কিং (Vaibba Lo King) গ্রুপে প্রায় ১৫-২০ জন সদস্য রয়েছে। উক্ত দলের রিং লিডার মোহন এর নেতৃত্বে বিগত ২/৩ বছর পূর্বে গ্যাং টি গঠন করা হয়। এরা মোহন সিন্ডিকেট নামেও পরিচিত। এই গ্রুপের সদস্যরা পূর্বে লেবেল হাই গ্যাং এ অন্তভূক্ত ছিল। অন্তকোন্দলে যা ৫/৬টি গ্রুপে বিভক্ত হয়ে যায়। গ্রুপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ইত্যাদি ফুটপ্রিন্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গ্যাং সংক্রান্ত বিভিন্ন উদ্ধত্যপূর্ণ প্রচারণা পাওয়া যায় যেমন মোহাম্মপুরের পোলাপান যা করি তা টোকেন ছাড়াই ওপেন, মোহাম্মদপুরের পোলা বাজান/আমি একাই একশ/গেঞ্জাম করার আগে Vaibba Loiyo ইত্যাদি।এছাড়া ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত।
অপরাধ কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদেরকে কিং হিসেবে উপস্থাপন করতে চায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেন জানান, র‍্যাবের গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ