মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাব।
সোমবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জবিতে কর্মরত প্রগতিশীল সাংবাদিকরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জবি প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের সকল মানুষের জন্য একটা অনুভূতির নাম। আর এই দিবসটিকে শুধু স্মরণ করলেই হবে না বরং দিবসটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগিয়ে তুলতে হবে। রুখে দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে।
এ সময় জবি প্রেসক্লাবের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


























