আমার শুধু তোমার অভাব অন্যকিছু নয়’ শুধু তোর জন্য তোর অরন্যে’সহ বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী উপমা। সম্প্রতি গান ও ব্যক্তি জীবনসহ নানা বিষয় নিয়ে বিজনেস বাংলাদেশ এর সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়
বর্তমান ব্যস্ততা নিয়ে বলুন-
বর্তমান ব্যস্ততা কিছুটা বেড়েছে। এতোদিন তো করোনা ও লগডাউনের কারণে বিগত ১ বছর কাজ স্লো ছিল, ২০২০ সালে তো বাসায় বসে ছিলাম অনেকদিন। এরমধ্যে কিছু ভয়েজ রেকোডিং হয়েছে, সে গানগুলো নিয়ে বাইরে শিগগিরই ভিডিও ধারন করে এবছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে সেই গান গুলো রিলিজ দেব। আর এইতো স্টেজ শো কিছুটা বেড়েছে স্টেজ শো, টিভি শো, লাইভ শো নিয়ে কিছুটা ব্যস্ততা।
আপনি বেশ কিছু মৌলিক গান করেছেন, সেগুলো সম্পর্কে যদি বলেন-
আমার বেশ কিছু মৌলিক গান আছে এর মধ্যে কিছু ডুয়েট গান, একক ও কিছু মিস্কড অ্যালবাম ছিল। আমার গাওয়া যে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘তোমার অভাব’ এটি আমার আ্যালবামের টাইটেল সং, ২০১৮ সালের ডিসেম্ববে এটি লেজার ভিশন থেকে প্রকাশ হয়েছে। এর ভিডিওটি লেজার ভিশনের ইউটিউবে প্রকাশ হয়্ এখনো গানটি দর্শক দেখছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, মিউজিক ডিরেবটর, কম্পোজর বেলাল খান। তার সাথে আমার বেশ কিছু ডুয়েট গানও রয়েছে।
উপমা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিও লিংকটি দেখুন-
আপনি আগেই বলেছেন, বেলাল খনের সঙ্গে আপনার বেশ কিছু গান করা হয়েছে, সত্যিকার অর্থে বেলাল খান এখন বেশ জনপ্রিয়. তার সঙ্গে আপনার পরিচয় হল কিভাবে-
মিডিয়াটা অনেক ছোট, দেখবেন ভাল কাজ করলে অবশ্যই রেফারেন্স পাওয়া যায়। এটা কঠিন কিছু না। গানের সুবাদে তার সঙ্গে দেখা, টিভি শো করা । তার বেশছিু জনপ্রিয় গান ছিল আমার ভাল লাগতো, আসলে প্লানই ছিল ভাইয়ার সঙ্গে কিছু গান করা । সেই প্লান থেকে ভাইয়ার সঙ্গে যোহাযোগ করা এবং গান করা।
‘শুধু তোর জন্য’ আপনার প্রথম মিউজিক ভিডিও নিয়ে অপ্রীতিকর গঠনার কথা শুনেছিলাম-
‘শুধু তোর জন্য’ এই গানটি নিয়ে কিছু বলতে চাই। এই গানের কথা লিখেছেন সোমেস্বর অলি। গানটির মিউজিক ভিডিও ডিরেকটর চন্দন চৌধুরী। আমার প্রথম মিউজিক ভিডিও ছিল। ভাল অভিজ্ঞতার পাশাপাশি এই গান করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। এই গানে করতে গিয়ে আমাকে কন্টাকলেন্স পড়তে হয়েছিল। এর আগে আমি কখনো লেন্স পরিনি। লাইটের গরমের মধ্যে টানা ১৩/১৪ ঘন্টা শুটিং করে চোখের মনিতে ঘষা লেগে চোখের মনি ছিলে যায়। রাত তিনটায় আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। তিনদিন চোখ বেন্ডেজ থাকে। পরে অনেক দিনে আস্তে আস্তে চোখ ইমপ্রুভ হয়। বলতে গেলে মিউজিক ভিডিও করতে দিয়ে একটা বাজে অভিজ্ঞতা।
আপনার প্রিয় শিল্পীর কথা বলবেন-
যারা ভাল গায় সবাই আমার প্রিয়। তবে স্পেশাল সাবিনা ইয়াসমিন, তার অনেক গান আমি স্টেজে করি। এছাড়া রুনা লায়লা কুমার বিশ্বজিৎ, প্রয়াত এন্ডু কিশোর আমার প্রিয় শিল্পী।
গান নিয়ে আগামীর ভাবনা কি?
ভালো গানের সঙ্গে থাকতে চাই, ভালো গান করতে চাই। গান নিয়ে যেন মানুষের হৃদয়ে পৌছাতে পারি। গানটাকে শুধু দেশের মধ্যে সিমাবদ্ধ রাখতে চাই না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলা গানকে প্রেজেন্ট করতে চাই।
আপনার জন্ম ও পড়া-শুনা নিয়ে বলেন-
আপনার জন্ম ঢাকাতেই, এখানেই বেড়ে ওঠা। তবে গ্রামের বাড়ি ব্রাম্মনবাড়িয়া। পড়াশুনা করেছি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করেছি। এইটি প্রাইভেট কোম্পানীতে জব করছি পাশাপাশি গান করছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ