০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

নোবিপ্রবিতে কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার (১০ ডিসেম্বর)। ঠিক দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম।

নামায আদায় শেষে মাননীয় ভিসি মহোদয় বলেন, মসজিদটিতে প্রায় ১ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ইমাম ও মুয়াজ্জিনের জন্য রয়েছে পৃথক থাকার ব্যবস্থা। এ ছাড়াও রয়েছে পর্যাপ্ত ওযুখানা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা।

উন্নত সাউন্ড সিস্টেম, ৬৩ টি ফ্যান, উন্নত মানের এসি, টাইলস সহ দৃষ্টিনন্দন এই মসজিদে উপস্থিত মুসল্লিরা সানন্দে নামাজ আদায় করে। প্রথমবারের মতো আজ নতুন মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিরা।

বিশ্ববিদ্যালয়ের ESDM বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব খান মসজিদে নামায আদয়ের পর তার অনুভুতি ব্যক্ত করে বলেন যে, মসজিদের ভিতর ও বাহিরের উভয় পরিবেশ খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। উদ্বোধনের দিন মসজিদে জুম্মার নামায আদায় করতে পেরে খুবই আনন্দিত। প্রশাসনকে ধন্যবাদ এত সুন্দর একটি মসজিদ সবার জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য।

আসলে আল্লাহর ঘর মসজিদ হেফাজতের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। এ প্রেক্ষিতে উপাচার্য মহোদয় আরও বলেন আমার আজ খুবিই আনন্দ লাগছে।আমি আজ নামায আদায় করে মনে খুব শান্তি অনুভব করছি। পাশাপাশি তিনি ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে আহবান করেন।

উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভিত বিশিষ্ট ১০,০০০ (দশ হাজার বর্গফুট) আয়তনের প্রথম তলার নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এর সঙ্গে রয়েছে ৬০ ফুট উচ্চতার একটি মিনার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

নোবিপ্রবিতে কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন

প্রকাশিত : ১০:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার (১০ ডিসেম্বর)। ঠিক দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম।

নামায আদায় শেষে মাননীয় ভিসি মহোদয় বলেন, মসজিদটিতে প্রায় ১ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ইমাম ও মুয়াজ্জিনের জন্য রয়েছে পৃথক থাকার ব্যবস্থা। এ ছাড়াও রয়েছে পর্যাপ্ত ওযুখানা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা।

উন্নত সাউন্ড সিস্টেম, ৬৩ টি ফ্যান, উন্নত মানের এসি, টাইলস সহ দৃষ্টিনন্দন এই মসজিদে উপস্থিত মুসল্লিরা সানন্দে নামাজ আদায় করে। প্রথমবারের মতো আজ নতুন মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিরা।

বিশ্ববিদ্যালয়ের ESDM বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব খান মসজিদে নামায আদয়ের পর তার অনুভুতি ব্যক্ত করে বলেন যে, মসজিদের ভিতর ও বাহিরের উভয় পরিবেশ খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। উদ্বোধনের দিন মসজিদে জুম্মার নামায আদায় করতে পেরে খুবই আনন্দিত। প্রশাসনকে ধন্যবাদ এত সুন্দর একটি মসজিদ সবার জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য।

আসলে আল্লাহর ঘর মসজিদ হেফাজতের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। এ প্রেক্ষিতে উপাচার্য মহোদয় আরও বলেন আমার আজ খুবিই আনন্দ লাগছে।আমি আজ নামায আদায় করে মনে খুব শান্তি অনুভব করছি। পাশাপাশি তিনি ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে আহবান করেন।

উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভিত বিশিষ্ট ১০,০০০ (দশ হাজার বর্গফুট) আয়তনের প্রথম তলার নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এর সঙ্গে রয়েছে ৬০ ফুট উচ্চতার একটি মিনার।

বিজনেস বাংলাদেশ/ এ আর