ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এ সভাপতি পদে অধ্যাপক ড. মিজানূর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।
রবিবার (১২ ডিসেম্বর) রাত আটটায় রিটার্নিং অফিসার অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবাহান ফলাফল ঘোষণা করেন।
১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. মহাঃ আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোহাঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. আব্দুল বারী।
এছাড়া নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান, অধ্যাপক মোছাঃ খোদেজা খাতুন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
উল্লেখ্য, অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ৪৯০ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। এতে অনুপস্থিত ৪৪ জন এবং বাতিল ভোট ৩ টি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















