ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ব্লকচেইন ফর ইনফরমেশন গর্ভন্যান্স বিজনেস অর্গানাইজেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ডিসেম্বর) সকালে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সেমিনার কক্ষে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। সেমিনারে স্পিকার ছিলেন অস্ট্রেলিয়ার নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ জে মিয়া। বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। সেমিনারে সেসন চেয়ার ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















