জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৩২টি বিভাগের অংশগ্রহণে চতুর্থ আন্তঃবিভাগ ক্রিকেটের উদ্বোধন করেছেন উপাচার্য ড.মীজানুর রহমান। বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।
উপাচার্য ড.মীজানুর বলেন, আমরা এখন শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও অনেক এগিয়ে আছি। আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আমাদের সাধ্যের মধ্যে সব কিছু করে যাচ্ছি।
খেলা কমিটির আহ্বায়ক আলী নূর বলেন, কোনো কিছু নতুন করা হলে তাতে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। এখন এই রকম খেলাধুলার আয়োজন আমরা প্রতিনিয়ত করছি। এই আয়োজন করার জন্য খেলোয়াড়রা আমাদের যেভাবে সহায়তা করে তার জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাকীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, প্রথমদিনের খেলায় পরিসংখ্যান বিভাগ ও প্রাণ-রসায়ন বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে পরিসংখ্যান বিভাগ জয়লাভ করে।


























